জলপাইগুড়ি: ফের চিতাবাঘ এ বার হামলা চা বাগানের শ্রমিক মহল্লায়। খেয়ে নিল ছাগল এবং বাছুর। আর এতেই আতঙ্কিত মাল ব্লকের লিস রিভার চা বাগানে কলাগাথি ডিভিশনের বাসিন্দারা। হোলির আর মাত্র বাকি একদিন। কম বেশি প্রায় সব বাড়িতেই এ দিন ভোজের সমাহার। সেদিন ছাগল বিক্রি করে খানিক অর্থ লাভের আশা ছিলই। কিন্তু সে সব ভেস্তে দিল চিতাবাঘ। শেষে চিতা বাঘের পেটেই গেল আস্ত ছাগল।
জানা গিয়েছে, রবিবার রাতে লিস রিভার চা বাগানের মর্জিনা খাতুনের বাড়িতে হামলা চালায় একটি চিতাবাঘ। রাতের বেলায় গোয়াল ঘরে বাধা ছিল বড় বড় গরু, বাছুর এবং ছাগল। রাত প্রায় দু'টো নাগাদ চিতাবাঘ এসে প্রথমে ছাগলকে মেরে ফেলে এরপর একটি বাছুরকে মেরে খেতে থাকে। সেই সময় অন্যান্য গরুগুলো ডাকতে শুরু করলে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি বাড়ির লোক ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার শুরু করলেই পাশের চা'বাগানে পালিয়ে যায় চিতাবাঘটি। এরপর সারা রাত জেগেই কাটায় বাড়ির সদস্যরা।
আরও পড়ুনঃ আগামিকাল দোলে বাতিল শিয়ালদহ-হাওড়া শাখার বহু ট্রেন, দেখে নিন তালিকা
পরিবারের সদস্যদের অভিযোগ, আগেও ছাগল মেরে খেয়েছে চিতাবাঘ। তাদের ভয় এরপর কোনও মানুষ বা বাচ্চাদের ওপর হামলা না চালায় বিরাট আকারের এই চিতাবাঘটি। তাই বন দফতরের কাছে এলাকায় চিতাবাঘ ধরার খাঁচা পাতার দাবি জানিয়েছেন তারা।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Leopard Attack