হোম /খবর /মুর্শিদাবাদ /
ভেন্ডি কিনতে গেলে বাজারে দাম অনেক, এদিকে চাষিরা মোটে পাচ্ছেন না টাকা , তাই...

Lady Finger Price: ঢ্যাঁড়শ কিনতে গেলে বাজারে দাম অনেক, এদিকে চাষিরা মোটে পাচ্ছেন না টাকা , তাই...

X
মিলছে [object Object]

Lady Finger Price: বাজারে দাম নেই ভেন্ডির বা ঢ্যাঁড়শের। আর এবার তার ফলেই ক্ষিপ্ত হয়ে উঠলেন চাষীরা। মহাজনরা চাষীদের থেকে ২৫ থেকে ৩০ টাকা কিলো করে ঢ্যাঁড়শ কিনছে।

  • Share this:

মুর্শিদাবাদ:  বাজারে দাম নেই ভেন্ডির বা ঢ্যাঁড়শের। আর এবার তার ফলেই ক্ষিপ্ত হয়ে উঠলেন চাষীরা। মহাজনরা চাষীদের থেকে ২৫ থেকে ৩০ টাকা কিলো করে ঢ্যাঁড়শ কিনছিল। বেলা গড়াতেই সেই ভেন্ডির দাম কমিয়ে ১৫ থেকে ১৭ টাকা করে নিচ্ছে।

যদিও সম্পূর্ণ অস্বীকার করেছেন মুর্শিদাবাদের মহাজনরা। তাঁদের দাবি, প্রথম থেকে কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে। এবার সেই কারণেই কৃষকরা রাস্তায় ঢ্যাঁড়শ ছড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাঁদের দাবি, ৩০ টাকা কেজি করে ঢ্যাঁড়শ কিনতে হবে। কুইন্টাল প্রতি ১২ কেজি করে বাদ দেওয়া যাবে না। আর সেই কারণেই হরিহরপাড়ার মিয়ারবাগান হাট সংলগ্ন এলাকায় চাষীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। চাষীদের অভিযোগ, বর্তমানে সার কীটনাশকের দাম যথেষ্টই বৃদ্ধি । ঢ্যাঁড়শ বিক্রি করে কীটনাশকের দাম উঠবে না। তাই আমরা রাস্তায় সেই ভেন্ডি ফেলে দিচ্ছি।

আরও পড়ুন -  Shani Trigrahi Yog 2023: শনিদেবের সঙ্গে সূর্য -বুধ যুতি, এই রাশিদের ভাগ্য জ্বলজ্বল করবে

বাজারে এখন ভেন্ডির দাম যথেষ্ট। কিন্তু ঢ্যাঁড়শ বা ভেন্ডি চাষ করে লাভ হচ্ছে না চাষিদের। এক দিকে চাষিরা বলছেন দাম নেই, অন্যদিকে বাজারে চড়া দাম ভেন্ডি বা ঢ্যাঁড়শের। এ কেমন বৈপরীত্য? চাষিদের দাবি, ভেন্ডি চাষ করে লাভ হচ্ছে না। হরিহরপাড়ার মেয়ারবাগান পাইকারি হাটে ভেন্ডির দাম ছিল ২০ থেকে ২২ টা কিলো। এতেই ক্ষোভ দেখান ভেন্ডি চাষিরা। ভেন্ডি চাষিদের দাবি পাইকারি ব্যবসায়ীরা সকালে যেখানে আরও বেশি দামে ভেন্ডি কিনছিল তা বেলা বাড়তে কমতে কমতে ১৮ টাকা কিলোতে চলে আসে। এতেই রাস্তা ভেন্ডি ফেলে বিক্ষোভ দেখান চাষিরা।

আরও পড়ুন - Murshidabad| Holi 2023|| ৩৫০ বছরের প্রাচীন ন্যাড়াপোড়া উৎসব ব্যানার্জী পরিবারের, জানুন ন্যাড়াপোড়ার কাহিনী 

যদিও পাইকারি ব্যবসায়ীদের দাবি তাঁরা যে দামে ভেন্ডি কিনছেন তা বাইরে বিক্রি করতে সমস্যা হচ্ছে। এদিন সকাল থেকে ২০ টাকা কেজি দামেই ভেন্ডি কেনা হচ্ছিল। পাইকারি বাজারে যেখানে ভেন্ডির দাম তলানিতে। আর সেখানে খুচরো বাজারে ছবিটা কিন্তু একেবারেই আলাদা। পাইকারি থেকে খুচরোর দামের অনেক তফাৎ মিলছে। বহরমপুরের বাজারে ভেন্ডির দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা কিলো। তবে হরিহরপাড়া ব্লকে প্রায় ৬০০ হেক্টরের বেশি জমিতে ঢ্যাঁড়শের চাষ করা হয়েছিল চাষীদের। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, চাষী এবং মহাজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Kaushik Adhikary
Published by:Debalina Datta
First published:

Tags: Agriculture, Lady Finger Cultivation, Murshidabad