Kolkata Airport: শীতের রাতে এয়ারপোর্ট থেকে আসছে বিকট নানা শব্দ! হল টা কী...! বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন? জানুন

Last Updated:
Kolkata Airport: শীতের রাতে কেন এয়ারপোর্টে শোনা যায় বাজির শব্দ? শীতকালে বহু সময় এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বাজি ফাটার মতো বিকট শব্দ শুনে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
1/6
*দমদম, রুদ্র নারায়ণ রায়: জানেন কি শীতের রাতে কেন এয়ারপোর্টে শোনা যায় বাজির শব্দ? শীতকালে বহু সময় এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বাজি ফাটার মতো বিকট শব্দ শুনে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মনেই প্রশ্ন, গভীর রাতে এয়ারপোর্টে কেন হয় এই ধরনের শব্দ!
*দমদম, রুদ্র নারায়ণ রায়: জানেন কি শীতের রাতে কেন এয়ারপোর্টে শোনা যায় বাজির শব্দ? শীতকালে বহু সময় এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বাজি ফাটার মতো বিকট শব্দ শুনে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মনেই প্রশ্ন, গভীর রাতে এয়ারপোর্টে কেন হয় এই ধরনের শব্দ!
advertisement
2/6
*আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটি কোনও উৎসব বা অবৈধ বাজি নয়, বরং বিমানের নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটি অংশ এটি। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শীতকালে পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। খোলা রানওয়ে, ঘাসের মাঠ এবং আশপাশের জলাশয় পাখিদের আকর্ষণ করে।
*আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটি কোনও উৎসব বা অবৈধ বাজি নয়, বরং বিমানের নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটি অংশ এটি। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শীতকালে পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। খোলা রানওয়ে, ঘাসের মাঠ এবং আশপাশের জলাশয় পাখিদের আকর্ষণ করে।
advertisement
3/6
*ফলে বিমানের ওরা বা নামার সময় বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার আশঙ্কা বেড়ে যায়, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। এমনিতেই কলকাতা বিমানবন্দরে এই ধরনের ঘটনা অতীতে বেশ কয়েকবার ঘটেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানও।
*ফলে বিমানের ওরা বা নামার সময় বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার আশঙ্কা বেড়ে যায়, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। এমনিতেই কলকাতা বিমানবন্দরে এই ধরনের ঘটনা অতীতে বেশ কয়েকবার ঘটেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানও।
advertisement
4/6
*আর তাই শীতের রাতে এই ঝুঁকি এড়াতেই এয়ারপোর্টে ব্যবহার করা হয় বিশেষ ধরনের বার্ড স্কেয়ারিং ডিভাইস। এগুলি সাধারণ বাজি নয়, বরং শব্দ তৈরির যন্ত্র বা বিশেষ ক্র্যাকার, যার বিকট আওয়াজে পাখিরা ভয় পেয়ে এলাকা ছেড়ে সরে যায়। নিরাপত্তা বিধি মেনেই নির্দিষ্ট সময় অন্তর এই শব্দ করা হয়।
*আর তাই শীতের রাতে এই ঝুঁকি এড়াতেই এয়ারপোর্টে ব্যবহার করা হয় বিশেষ ধরনের বার্ড স্কেয়ারিং ডিভাইস। এগুলি সাধারণ বাজি নয়, বরং শব্দ তৈরির যন্ত্র বা বিশেষ ক্র্যাকার, যার বিকট আওয়াজে পাখিরা ভয় পেয়ে এলাকা ছেড়ে সরে যায়। নিরাপত্তা বিধি মেনেই নির্দিষ্ট সময় অন্তর এই শব্দ করা হয়।
advertisement
5/6
*বিশেষজ্ঞদের মতে, শীতের রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা এমনিতেই কম থাকে। ফলে শুধু আলো নয়, শব্দের মাধ্যমেও পাখি তাড়ানো বেশি কার্যকর হয়। রাতের ফ্লাইট চলাচল নির্বিঘ্ন রাখতেই এই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়। ফলে বিরাটি, মাইকেল নগর, গঙ্গানগর, বাবলাতলা এলাকায় এই ধরনের শব্দ শোনা যায়। সব মিলিয়ে, শীতের রাতে এয়ারপোর্টে বাজির মতো শব্দ শুনলে আতঙ্কিত হবেন না।
*বিশেষজ্ঞদের মতে, শীতের রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা এমনিতেই কম থাকে। ফলে শুধু আলো নয়, শব্দের মাধ্যমেও পাখি তাড়ানো বেশি কার্যকর হয়। রাতের ফ্লাইট চলাচল নির্বিঘ্ন রাখতেই এই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়। ফলে বিরাটি, মাইকেল নগর, গঙ্গানগর, বাবলাতলা এলাকায় এই ধরনের শব্দ শোনা যায়। সব মিলিয়ে, শীতের রাতে এয়ারপোর্টে বাজির মতো শব্দ শুনলে আতঙ্কিত হবেন না।
advertisement
6/6
*পাশাপাশি বিমানবন্দর এলাকায় ভ্যাট ও নোংরা আবর্জনা ফেলার জায়গা নিয়মিত পরিষ্কার করা। জঙ্গল সাফাই ও এই ধরনের পাখিদের খাদ্য যাতে কমে সেদিকেও নজরদারি রাখা হয়। কলকাতা বিমানবন্দরে জ়োন গান নামে একটি যন্ত্র বসানো রয়েছে রানওয়ের পাশে। সেখান থেকেই কিছু সময় অন্তর দুম দুম করে এই আওয়াজ হয়। মনে হয়, কেউ যেন বন্দুক থেকে গুলি চালাচ্ছে।
*পাশাপাশি বিমানবন্দর এলাকায় ভ্যাট ও নোংরা আবর্জনা ফেলার জায়গা নিয়মিত পরিষ্কার করা। জঙ্গল সাফাই ও এই ধরনের পাখিদের খাদ্য যাতে কমে সেদিকেও নজরদারি রাখা হয়। কলকাতা বিমানবন্দরে জ়োন গান নামে একটি যন্ত্র বসানো রয়েছে রানওয়ের পাশে। সেখান থেকেই কিছু সময় অন্তর দুম দুম করে এই আওয়াজ হয়। মনে হয়, কেউ যেন বন্দুক থেকে গুলি চালাচ্ছে।
advertisement
advertisement
advertisement