Higher Secondary Study Through Youtube: উচ্চমাধ্যমিকের ফোর্থ সেমিস্টার দরজায় কড়া নাড়ছে, এবার স্টাডি মেটেরিয়াল ইউটিউবে, দারুণ পদক্ষেপ সংসদের

Last Updated:

Higher Secondary Study Through Youtube: জানা গিয়েছে, ৫২টি বিষয়ে ৪০০-রও বেশি ভিডিও শিক্ষা সংসদের ওয়েবসাইট ও ইউটিউব মাধ্যমে আপলোড করা হয়েছে।

ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয় ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের প্রস্তুতিতে সুবিধা হয়।
ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয় ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের প্রস্তুতিতে সুবিধা হয়।
কলকাতা: পঠনপাঠনে ঘাটতি থেকে গিয়েছে। উচ্চ মাধ্যমিক তৃতীয় এবং চূড়ান্ত সেমিস্টারের মাঝে তেমন সময় পায়নি পড়ুয়ারা। ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে ব্যস্ত থাকায় শিক্ষক-শিক্ষিকাদের অনেকে নিয়মিত ক্লাস করাতেও পারেননি। তাই পড়ুয়াদের ‘সেল্‌ফ লার্নিং’-এ সাহায্য করতে উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয় ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের প্রস্তুতিতে সুবিধা হয়।
জানা গিয়েছে, ৫২টি বিষয়ে ৪০০-রও বেশি ভিডিও শিক্ষা সংসদের ওয়েবসাইট ও ইউটিউব মাধ্যমে আপলোড করা হয়েছে। শুধু বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি কম সময়ের মধ্যে কত শব্দের উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, কী ভাবে উত্তর লিখলে ভাল, তা-ও আলোচনা করা হয়েছে।
advertisement
advertisement
বাংলা বা ইংরেজির পাশাপাশি এই টিউটোরিয়াল ভিডিও নেপালি-সহ বিভিন্ন ভাষায় রেকর্ড করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে জানানো হচ্ছে, উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার আগে নিজের মতো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এখন সকলের কাছেই ইন্টারনেট রয়েছে। ফলে শিক্ষা সংসদের এই ভিডিও পড়ুয়াদের উপকার করবে।”
advertisement
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত তথা চতুর্থ সেমিস্টার। হাতে আর মাস খানেক সময়। এরই মধ্যে সংসদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শিক্ষকেরা। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন পার্থপ্রতিম বৈদ্য বলেন, “শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু করেছে পড়ুয়ারা। অনেকেই স্কুলে তেমন আসছে না। আমাদের স্কুলে এসআইআর-এর কাজেও অনেক শিক্ষক ব্যস্ত। ফলে এ ধরনের ভিডিও পড়ুয়াদের সাহায্য করবে বলেই মনে করি।”
advertisement
যোধপুর পার্ক বয়েজ স্কুলে প্রধানশিক্ষক অমিত সেন মজুমদার বলেন, “শুধু নিজের স্কুলের শিক্ষকদের নয়, পড়ুয়ারা সারা রাজ্যের শিক্ষকদের মতামত জানতে পারছে। চতুর্থ সেমিস্টারে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। মন দিয়ে শুনে নিলে অবশ্যই উত্তরের মান ভাল হবে।” এর পাশাপাশি শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে।
Somraj Banerjee
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Study Through Youtube: উচ্চমাধ্যমিকের ফোর্থ সেমিস্টার দরজায় কড়া নাড়ছে, এবার স্টাডি মেটেরিয়াল ইউটিউবে, দারুণ পদক্ষেপ সংসদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement