Bengaluru Techie Killed: কিশোরের ‘যৌন চাহিদা’- মেটানোয় না! ‘না’ শুনতে নারাজ প্রথমে ‘খু*ন’, লাগিয়ে দিল আগুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bengaluru Techie Killed: ঘটনার দিন, রাত ৯টা নাগাদ সে জানালা দিয়ে মৃতার ফ্ল্যাটে প্রবেশ করে বলে অভিযোগ।
advertisement
পূর্ব বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রথমে ঘটেছিল, যা এখন হত্যার ঘটনা হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল যে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে, ফরেনসিক পরীক্ষায় পরে জানা যায় যে শর্মিলাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং প্রমাণ নষ্ট করার জন্যই আগুন লাগানো হয়েছিল।
advertisement
advertisement
advertisement







