যেভাবে খাবেন ঢ্যাঁড়শ- সাধারণত ভারতীয় পরিবারে এই সব্জিটি রান্না করেই খাওয়া হয়, কিন্তু আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে ঢ্যাঁড়শ (Lady Finger Okra or Vindi Benefits)খান তবে তা কাঁচা খাওয়ার অভ্যাস করুন অবশ্যই। ঢ্যাঁড়শে উপস্থিত ফাইবার ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী বলে প্রমাণিত হয়। তাই তাঁদের জন্য এটি খুবই প্রয়োজনীয় সবজি। প্রতীকী ছবি।
ডায়াবিটিস আছে এমন রোগীদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রায়শই দেখা যায়। শুধু তাই নয়, তলপেটে যন্ত্রণা, অ্যাসিডিটি, পেট ফোলা, পেট ফাঁপা, কখনও কখনও আবার রক্তপাতের সমস্যাতেও ভুগতে হতে পারে ডায়াবেটিক রোগীকে। এঁদের জন্য ঢ্যাঁড়শ উপকারী। যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাঁরা নিয়ম করে দু’বেলা ঢ্যাঁড়শ (Lady Finger Okra or Vindi Benefits) খেলে এই সমস্যা থেকে রেহাই পাবেন । প্রতীকী ছবি।