ভুয়ো শংসাপত্র নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি। জাঙ্গিপাড়া বাসিন্দা বিশ্বজিৎ দোলুই এর সঙ্গে অভিযুক্ত সায়ন চৌধুরীর সোশ্যাল মিডিয়া মারফত আলাপ হয়। সেখান থেকে যোগাযোগ করে অভিযুক্ত সায়ন প্রতারণার ফাঁদ পাতে। ভারতীয় ডাক বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে বিশ্বজিতের থেকে টাকা নিতে শুরু। তিন দফায় মোট ৩ লক্ষ ২৭ হাজার টাকা প্রতারক আদায় করতে সক্ষম হয় জাঙ্গিপাড়ার বছর কুড়ির তরুণ বিশ্বজিৎ দোলুই থেকে। টাকা নেওয়ার পরে একটি অফার লেটার দেয় বিশ্বজিৎকে। একই সঙ্গে বিশ্বজিতের আরও চার বন্ধুকে চাকরি দেওয়ার টোপ দিয়ে তাদের থেকেও টাকা হাতায় ওই ব্যক্তি পরে জানা যায় সেই অফার লেটারটি ভুয়ো। বুধবার সকালে আরও ১৫ হাজার টাকা নিতে আসার জন্য আসে জাঙ্গিপাড়ায়। এখানে আসতেই স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে আটক করে রাখে। ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: টাকা নিয়ে বচসা! স্ত্রীকে থাপ্পড় স্বামীর! এক চড়ে মৃত্যু মহিলার! ভয়াবহ
প্রতারিত বিশ্বজিত দোলুই এর বাবা জানান, জমি বিক্রি করে ছেলের চাকরির জন্য টাকা যোগাড় করেছিলেন । শুধু জমি বিক্রি নয় তার সঙ্গে স্থানীয় বাসিন্দার থেকে ধার করেও টাকা যোগাড় করেন তিনি।প্রতারিত হওয়া স্থানীয় বাসিন্দাদের দাবি, চাকরি যখন না দিতে পেরেছে টাকাটা যাতে ফেরত দেয়। একই সঙ্গে তারা আরও জানান এই প্রতারণার চক্রে যারা যারা জড়িত রয়েছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।
রাহী হালদার