Alipurduar News: টাকা নিয়ে বচসা! স্ত্রীকে থাপ্পড় স্বামীর! এক চড়ে মৃত্যু মহিলার! ভয়াবহ
- Published by:Piya Banerjee
Last Updated:
Alipurduar News: কালচিনির ঘটনায় চাঞ্চল্য! একটা চড়েই কী ভাবে মৃত্যু হল মহিলার? জানুন
#আলিপুরদুয়ার: স্বামীর চড় খেয়ে মৃত্যু হল এক স্ত্রীর।ঘটনাটি ঘিরে চাঞ্চল্য কালচিনিতে।বুধবার সকালে কালচিনি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভীড় জমান এলাকাবাসীরা। জানা যায়,চুয়াপাড়া চা বাগানের ১৫নম্বর লাইনের বাসিন্দা সুরজ লামা।থাকতেন কালচিনি গোরেলাইন তামাঙ লাইন এলাকায়।গতকাল রাতে বচসা বাধে তার স্ত্রীর কল্পনা লামার সঙ্গে।এরপরেই সজোরে স্ত্রীর গালে চড় বসায় সুরজ।কল্পনা লামার শরীর এরপর খারাপ হতে থাকলে তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।আজ সকালেই ঘুমের মধ্যে তার মৃত্যু হয় বলে জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায় হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে কল্পনা লামার।হৃদযন্ত্রে সমস্যা মৃতার জীবিত থাকাকালীন ছিল।হাসপাতালের অনুমান এই অপমান কল্পনা লামা মেনে নিতে পারেনি।মানসিক চাপে হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে।এই ঘটনায় কালচিনি থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
প্রতিবেশী সূত্রে জানা যায়,হঠাৎ করেই গতকাল রাতে টাকা নিয়ে স্বামী-স্ত্রী বচসা শুরু হয়।খুব চিৎকার করে দু'জনে কথা বলছিল।হঠাৎ করে চড়ের শব্দ তারা শুনতে পান।স্বামী-স্ত্রীর মাঝে তারা যেতে চাননি।পরবর্তীতে দেখতে পান কল্পনা লামা অসুস্থ হয়ে পড়ছে।তার স্বামী তাকে হাসপাতালে ভর্তি করান।কিন্তু তাকে বাঁচানো গেল না।কল্পনা লামা সকলের সঙ্গে ভালো ব্যবহার করতেন।কল্পনা লামার অকাল প্রয়াণ মানতে পারছে না কেউ।তার স্বামীর শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা।কল্পনা লামার মৃত্যুর খবর পেয়ে তার বাবার বাড়ির লোকেরা আসেন হাসপাতালে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
November 09, 2022 8:33 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: টাকা নিয়ে বচসা! স্ত্রীকে থাপ্পড় স্বামীর! এক চড়ে মৃত্যু মহিলার! ভয়াবহ