Howrah News: দিঘায় নয়, এবার হাওড়ার শ্যামপুরে জালে উঠল দৈত্যাকার ভেটকি! দাম ও ওজনে বিরাট চমক
- Published by:Piya Banerjee
Last Updated:
Howrah News: দিঘার পর এবার হাওড়ার শ্যামপুরে জেলেদের জালে ধরা পড়ল বিশাল আকার ভেটকি মাছ!
#হাওড়া: দিঘার পর এবার হাওড়ার শ্যামপুরে জেলেদের জালে ধরা পড়ল বিশাল আকার ভেটকি মাছ। জানা গেছে রূপনারায়ণে জাল দেবার সময় মৎস্যজীবী দুলাল বাবুর জালে ধরা পড়ে ওই বৃহৎ আকৃতির প্রায় ১১ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকার নদীর ভেটকি মাছটি। পরে ওই মৎস্যজীবী, মাছটিকে শ্যামপুরের সন্ধ্যাময়ী মৎস্য আড়তে মাছ টা বিক্রি করতে নিয়ে আসে বুধবার পাইকারি মাছ বাজারে নিয়ে যায়। এদিকে সকালে মাছটি বাজারে আসা মাত্র, বিশাল আকার ভেটকি নিয়ে হৈ হৈ কাণ্ড মাছ বাজারে।
মাছ ধরতে অধিকাংশ সময় নদীতেই কাটে মৎস্যজীবীদের। জানা যায়, গত ১০ থেকে ১২ বছর ধরে দুলালবাবু শ্যামপুরে রূপনারায়ণ নদীতে মাছ ধরছেন। মৎস্যজীবি দুলাল বাবু প্রতিদিনের মত মাছ ধরতে গতকালও বেরিয়েছিল, আর তার জালেতেই বিশাল আকার ভেটকি ধরা পড়ে। পাশাপাশি ওই মাছটি শ্যামপুর পাইকারি মাছ বাজারের এক পাইকারি মাছ বিক্রেতা তার থেকে প্রায় ৬০০ টাকা প্রতি কেজি দরে গোটা মাছটি কিনে নেন।
advertisement
ওই মাছটি খুচরো বাজারে আরও বেশি দামে বিক্রি হবে বলেই জানা যায়। প্রসঙ্গত গত মাস ছয়েক আগে ওই বাজারে একটি পুকুরের ভেটকি আসে। যার ওজন ছিলো প্রায় ১০ কেজির মতো। আর তার পর বাজারে এতবড় ভেটকি আসায় খুশি বাজারের মাছ ব্যবসায়ীরা। পাশাপাশি খুশি ওই মৎস্যজীবী দুলাল বাবুও, কারণ এতো বড় মাছ বিক্রি করে তিনি মোটা অঙ্কের মুনাফা পাওয়ায়। এদিকে দিঘার পর এতো বৃহৎ আকৃতির রূপনারায়ণেমেলায় খুশি ব্যবসায়ীরা।
advertisement
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
November 09, 2022 7:44 PM IST