TRENDING:

Hooghly: রোড রোলার চুরি করল বাঁটুল! আসল রহস্য কি? খোলসা করল পুলিশ

Last Updated:

নারায়ন দেবনাথের বাঁটুল দি গ্রেট এর ফ্যান সকলেই। অনেক সময়ই, বাঁটুল মনের মত গাড়ির খোঁজ না পেয়ে, রোড রোলারেই, বাচ্চু আর বিচ্ছু কে দুই পাশে চাপিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ত সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : নারায়ন দেবনাথের বাঁটুল দি গ্রেট এর ফ্যান সকলেই। অনেক সময়ই, বাঁটুল মনের মত গাড়ির খোঁজ না পেয়ে, রোড রোলারেই, বাচ্চু আর বিচ্ছু কে দুই পাশে চাপিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ত সে। শুক্রবার সন্ধেবেলা রাস্তা তৈরির রোলার চুরির অভিযোগ পেয়ে, বাঁটুলের সেই ভ্রমণ দৃশ্যই যেন চোখের সামনে ভেসে ওঠে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকদের। সিঙ্গুর থানার বড় বাবু দুই চোখ ছানাবড়া করে অবাক বিস্ময়ে বলেই ফেলেন - এ যে দেখি বাঁটুলের কাণ্ড!! নাহ! এ কীর্তি বাঁটুলের নয়।
advertisement

তবে কীর্তিমানদের খোঁজে হুগলী গ্রামীণ পুলিশ মাঠে নেমে পড়ে সঙ্গে সঙ্গেই। জেলা জুড়ে শুরু হয় নাকা তল্লাশি। স্থানীয় সূত্রে খবর, সিঙ্গুরের ট্রমা কেয়ার সেন্টারের সংলগ্ন রাস্তার নির্মাণের কাজ চলছিল বেশ কিছুদিন যাবৎ। রাস্তার কাজ শেষ হয়ে গেলে রোডরোলারটি কে ঠিকাদারি সংস্কার লোকেরা রাস্তার ধারেই রেখে যায়। অন্যত্র রাস্তা তৈরি যেখানে হবে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যেই ঘটে বিপত্তি। দিনের আলোতেই আস্ত একটা রোড রোলার লোপাট। ঠিকাদারী সংস্থা থেকে হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

advertisement

আরও পড়ুনঃ পথচারীদের মানবিক মুখ চুঁচুড়ায়

অভিযোগের ভিত্তিতে চুরি হয়ে যাওয়ার রোড রোলার খোঁজ শুরু হয়। পুলিশি সূত্রের খবর, সিঙ্গুর ও গুরাপ থানার তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ মেলে রোড রোলারটির। সঙ্গে বাড়তি পাওনা এক বিশালাকায় ষোলো চাকার ট্রাক। যেটির সাহায্যে তোড়জোড় চলছিলো চোরেদের ঠিকানায় রোলারটিকে পৌঁছে দেওয়ার। কিন্তু মাঝপথেই সে ছক বানচাল করে দিয়ে হুগলী গ্রামীণ পুলিশ গ্রেফতার করে চার দুষ্কৃতীকে।

advertisement

View More

আরও পড়ুনঃ লোক আদালতে বিচার বিভাগীয় চেয়ারে পাহাড়জয়ী বঙ্গ কন্যা পিয়ালী

পুরো বিষয়টির শেষেও গ্রামীন পুলিশের আধিকারিকদের মধ্যে খটকা থেকেই যাচ্ছিল। তবে কি সত্যি কারের বাঁটুলই এসে গাড়িটিকে চাগিয়ে ট্রাকের উপর তুলে দিয়েছে? সে প্রশ্নের উত্তর মেলে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, চোরের দল নিয়ে এসেছিল আস্ত একটি ক্রেন, যার সাহায্যেই রোলারটিকে চাপানো হয়, ট্রাকের ওপর। খবর প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত খোঁজ চলছে সেই ক্রেনটিরও। এই বিষয়ে গ্রামীণ পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: রোড রোলার চুরি করল বাঁটুল! আসল রহস্য কি? খোলসা করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল