Hooghly: পথচারীদের মানবিক মুখ চুঁচুড়ায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুমূর্ষ এক ব্যক্তিকে বাঁচানোর জন্য তৎপর হলেন পথচারীরাই। চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর সহায়তায় মুমূর্ষ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
#হুগলি : মুমূর্ষ এক ব্যক্তিকে বাঁচানোর জন্য তৎপর হলেন পথচারীরাই। চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর সহায়তায় মুমূর্ষ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। হুগলি কোর্ট ও আদালত চত্বরের সামনে বেশ কিছুদিন ধরে পড়েছিলেন এক ব্যক্তি। মর্মান্তিক সেই দৃশ্য, তার শরীরে ঘা হয়ে হাতে পোকা লেগে গিয়েছিল। শরীর এতটাই জীর্ণ যে শরীরের প্রতিটি হাড় বাইরে থেকে গোনা যায়। মুখে কিছুই বলতে পারছিলেন না তিনি। মর্মান্তিক সেই দৃশ্য দেখে স্তম্ভিত পথ চলতি সাধারণ মানুষ। স্থানীয় কিছু মানুষ বিষয়টি জানায় চুঁচুড়া আরোগ্যকে।
তৎক্ষণাতই আরোগ্য থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। বুধবার আদালতে কাজে আসা এক পথচারীরা বিষয়টি জানান আরোগ্যকে। রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তির একটি হাতে বিরাট একটি ক্ষত রয়েছে। ক্ষতস্থানে পোকা ধরে গিয়েছে। এইরকম দৃশ্য যে কোনও মানুষকেই বিচলিত করে তোলে।
আরও পড়ুনঃ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মধুর করতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা
স্থানীয় সূত্রে খবর, দুই তিন দিন যাবৎ ওই অজ্ঞাত ব্যক্তি পড়েছিলেন আদালত চত্বরের ঢিল ছোড়া দূরত্বে। অসহায় অবস্থায় পড়েছিলেন তিনি। পথচারীদের নজরে আসতেই জানানো হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা চুঁচুড়া আরোগ্যকে। তৎক্ষণাতই আরোগ্যের তরফে অ্যাম্বুলেন্স পাঠিয়ে রোগীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাচ্চাদের খেলার পার্ক দীর্ঘদিন বন্ধ! পরিণত হয়েছে জঙ্গলে
চুঁচুড়ার ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার বলেন, স্থানীয় মানুষদের থেকে ফোন পাওয়া মাত্রই অসুস্থ মানুষটিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স পাঠাই। বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। তার হাতে ইনফেকশন রয়েছে। ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ করবেন তারা।
advertisement
Rahi Haldar
Location :
First Published :
August 18, 2022 7:33 PM IST