Hooghly: ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মধুর করতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা

Last Updated:

দুই বাংলার ভাষা এক, নদী এক, বৈচিত্র এক। । শুধু দেশ দুটি আলাদা মানচিত্রে। তাই সেই দুরত্ব কে কমাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ আরও দৃঢ় করতে আয়োজন করা হয় একটি ফুটবল প্রতিযোগিতা।

+
title=

#হুগলি : দুই বাংলার ভাষা এক, নদী এক, বৈচিত্র এক। । শুধু দেশ দুটি আলাদা মানচিত্রে। তাই সেই দুরত্ব কে কমাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ আরও দৃঢ় করতে আয়োজন করা হয় একটি ফুটবল প্রতিযোগিতা। দুই দেশের প্রাক্তন বেশ কিছু ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় কোন্নগরের জোড়া পুকুর মাঠে বুধবার বিকেলে সম্প্রীতিমূলক ফুটবল প্রতিযোগিতা। বুধবার বিকেলে কোন্নগরে ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন করা হয় এ সম্প্রীতিমূলক ফুটবল প্রতিযোগিতার।
খেলার শুরুতে বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত। দুই দেশের জাতীয় সংগীতেই গলা মিলাতে দেখা যায় দুই দেশের খেলোয়াড় ও সেখানকার স্থানীয় মানুষদের। এক কথায় বলা চলে সম্প্রীতির এক অনন্য নিদর্শন বুধবার বিকেলে কোন্নগরের মানুষজন উপভোগ করেন। খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের রাখি পরিয়ে ভাতৃত্বের নিদর্শন রাখেন স্থানীয় মানুষরা।
আরও পড়ুনঃ কীভাবে তৈরি হয় শোলার কদমফুল? দেখুন...
বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় ভাতৃত্বের মেলবন্ধনের এই ফুটবল খেলাটি। দুই দেশের প্রাক্তন ফুটবলারদের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বহু সংখ্যক দর্শক। মাঠে দর্শকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। এই ফুটবল খেলা উপলক্ষে কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস জানান, এই ধরনের ভ্রাতৃত্বের বার্তা যত এগোবে আগামী দিনে দুই দেশের মধ্যে দূরত্ব কমে আসবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাচ্চাদের খেলার পার্ক দীর্ঘদিন বন্ধ! পরিণত হয়েছে জঙ্গলে
তিনি আরও জানান, দুই বাংলার মধ্যে মিল রয়েছে সবকিছুরই। দুই দেশের বৈচিত্র এক ভাষা এক খালি দূরত্বটা কাঁটাতারের। এই ফুটবল খেলার মাধ্যমে সেই দূরত্বের অবসান ঘটানোরই একটি স্বল্প প্রচেষ্টা।
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মধুর করতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement