আরও পড়ুন: নতুন সাজে প্রত্যন্ত কামাখ্যাগুড়ি হাসপাতাল, মিলবে ঢালাও পরিষেবা
গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের কয়েকটি পরিবারের বর্তমান ছবিটা বেশ করুন। আগে হাতে টানা তাঁতে শাড়ি বুনে দিব্যি চলত তাঁদের। পরিবারে মোটা ভাত-কাপড়ের চাহিদা মেটাত এই কাপড়ই।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই এলাকার ছবিটা বদলে গিয়েছে। হারিয়ে গিয়েছে আগের সেই ঐতিহ্য। তাঁতের সেই আওয়াজ আজ আর শোনা যায় না। পাওয়ারলুম এসে পড়ায় অধিক মুনাফার জন্য ব্যবসায়ীরা আর হাতে বোনা তাঁতের কাপড় নিতে চাইছে না। এদিকে হাল ফ্যাশনের দাপট আরও কোণঠাসা করে দিয়েছে এখানকার তাঁত শিল্পীদের।
advertisement
এলাকার তাঁত শিল্পী মহাদেব পালের কথায়, আগে তাদের বোনা তাঁতের কাপড় বহু দূর যেত। কিন্তু এখন বিক্ষিপ্তভাবে কাজ হয়, নিয়মিত রোজগার না থাকায় তাঁরা সঙ্কটে পড়ছেন। অপর তাঁত শিল্পি পূর্ণিমা পাল বলেন, এখন উন্নত প্রযুক্তি এসে গিয়েছে। তার সঙ্গে আমরা তাল মেলাতে পারছি না। তাই ছিটকে যেতে হচ্ছে প্রতিযোগিতা থেকে। এই পরিস্থিতিতে হস্তচালিত তাঁত শিল্পীদের সামনে শুধুই যেন অন্ধকার।
শুভজিৎ ঘোষ