Alipurduar News: নতুন সাজে প্রত্যন্ত কামাখ্যাগুড়ি হাসপাতাল, মিলবে ঢালাও পরিষেবা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
আর আলিপুরদুয়ারে ছুটে যেতে হবে না, এবার প্রত্যন্ত কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালেই সমস্ত ধরনের রক্ত পরীক্ষা হবে
আলিপুরদুয়ার: রক্ত পরীক্ষা করতে আর ছুটতে হবে না আলিপুরদুয়ার শহরে। এবার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালেই বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার সুযোগ পাবেন স্থানীয়রা। এতে যেমন সময় বাঁচবে তেমনই হয়রানি কমবে এলাকার মানুষের। এই বিশেষ ব্যবস্থায় সবচেয়ে বেশি উপকৃত হলেন গরিবরা।
আরও পড়ুন: পুজোয় ২০ শতাংশ বোনাসের দাবি চা বাগানে
আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের মাথায় জুড়ল নতুন পালক। এবারে এক ছাদের নিচে রোগীদের বিনামুল্যে প্রায় ১৫ রকমের রক্ত পরীক্ষা করা হবে। উন্নতমানের যন্ত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হাসপাতালে। এসেছেন ল্যাব টেকনিশিয়ান এবং চিকিৎসকরা। জানা গিয়েছে ব্লাড গ্রুপ, ইউরিন, সিবিসি, সোডিয়াম, পটাশিয়াম, সুগার, থ্যালাসেমিয়া সহ একাধিক রক্ত পরীক্ষা করা হবে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে।
advertisement
advertisement
উল্লেখ্য অসম-বাংলা সীমান্তবর্তী কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রতিদিন চার থেকে পাঁচশো রোগী পরিষেবা নিতে আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এই উন্নত মানের ল্যাব তৈরি করা হয়েছে। এছাড়াও পরিষেবা মিলবে জরুরি ভিত্তিতে ।এই পরিষেবা কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে চালু হওয়ায় খুশি এলাকাবাসীরা। এই বিষয়ে কুমারগ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌম্য গায়েন বলেন, ১৫ ধরনের রক্তের পরীক্ষা করা হবে বিনামুল্যে। কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রতিদিন আউটডোরের সময় সকাল থেকে দুপুর পর্যন্ত রোগীদের দেওয়া হবে এই পরিষেবা। জরুরি ভিত্তিতে এই পরিষেবা মিলবে চিকিৎসক লিখে দিলে।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 1:56 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নতুন সাজে প্রত্যন্ত কামাখ্যাগুড়ি হাসপাতাল, মিলবে ঢালাও পরিষেবা