আরও পড়ুন Ganesh Chaturthi 2023: শ্রীভূমির গণেশ, এলাহী আয়োজনে লাল পাঞ্জাবিতে আরতি করলেন সুজিত বোস
প্রতি বছর ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশ চতুর্থীর উত্সবটি ভগবান শিব এবং মা পার্বতীর পুত্র গণেশকে উত্সর্গ করা হয়। এই দিন প্রতিটি বাড়িতে গণেশজিকে বসানো হয়। বাড়ি ছাড়াও বিভিন্ন জায়গায় প্যান্ডেল সাজানো হয়েছে। এবং সিদ্ধিদাতা গণেশের হাতে ভোগ হিসাবে দেওয়া হয় মোদক কিংবা মতিচুড়ের লাড্ডু।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2023 5:08 PM IST





