Ganesh Chaturthi 2023: শ্রীভূমির গণেশ, এলাহী আয়োজনে লাল পাঞ্জাবিতে আরতি করলেন সুজিত বোস

Last Updated:

ক্লাব প্রাঙ্গনে এই দিনের গণেশ পুজোর আয়োজন করা হয়। সুজিত বসু ছাড়াও এদিন ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উত্তর ২৪ পরগনা: দেশের নানা প্রান্তের পাশাপাশি রাজ্যেও পালন করা হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ বন্দনায় ব্রতী হয়েছেন বহু মানুষ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই মা আসবেন মর্তে৷ তাই সাজো সাজো রব বিভিন্ন বারোয়ারি প্যান্ডেল গুলিতেও। শহর ও শহরতলী লাগওয়া পুজো গুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রীয় বিন্দুতে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর তাদের চিন্তা ভাবনায় উঠে আসছে প্যারিসের ডিজনিল্যান্ড।
 
advertisement
তার আগে এদিন ক্লাবের অন্যতম কর্মকর্তা তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে দেখা গেল গণেশ বন্দনায়। এবছর দ্বিতীয় বর্ষ এই পুজোর। গজাননের সুদীর্ঘ মূর্তিতে ফুল মিষ্টি মালা সহযোগে চলল পুজো। লাড্ডুর পাশাপাশি মোদক ও ভোগ হিসাবে দেওয়া হয় গণপতিকে। এরপর, পুরোহিতের শুদ্ধ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মন্ত্রী সুজিত বসু ধরা দিলেন লাল পাঞ্জাবীতে।
advertisement
ক্লাব প্রাঙ্গনে এই দিনের গণেশ পুজোর আয়োজন করা হয়। সুজিত বসু ছাড়াও এদিন ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মহিলাদেরও দেখা যায় পুজোর কাজ করতে। পুজোর শেষ পর্যায়ে গণপতির সামনে আরতি করতেও দেখা যায় মন্ত্রীকে। মন্ত্রি সুজিত বসু জানান, আগে মহারাষ্ট্র ও অন্যান্য জায়গায় গণেশ পূজার চল থাকলেও, বর্তমানে বাংলায় ব্যাপক পরিমাণে হচ্ছে গণেশ পুজোর উৎসব। আর তাই এলাহি আয়োজনের মধ্যে দিয়েই হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো। দুপুরে হবে ভোগ বিতরণ।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Ganesh Chaturthi 2023: শ্রীভূমির গণেশ, এলাহী আয়োজনে লাল পাঞ্জাবিতে আরতি করলেন সুজিত বোস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement