TRENDING:

Hooghly News: চন্দননগরের গোল্ড লোন সংস্থায় ডাকাতিতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

Last Updated:

দু'বছর আগে চন্দননগরের গোল্ড লোন সংস্থায় দুঃসাহসিক ডাকাতি হয়। পুলিশ আটকাতে গেলে তাদের লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে দুষ্কৃতীরা। সেই ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চন্দননগরের স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় দুঃসাহসিক ডাকাতি ও শুট আউটের ঘটনার দু’বছর পর অপরাধীদের সাজা ঘোষণা করল আদালত। মঙ্গলবার চুঁচুড়া মহকুমা আদালত এই ঘটনায় ধৃত বিট্টু কুমার, গুড্ডু কুমার ও ধর্মেন্দ্র সিং-এর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ধৃত তিনজনেই বিহারের বাসিন্দা।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগের ডাকাতির ঘটনায় চারজন জড়িত থাকলেও তারা তিনজনকে এখনও পর্যন্ত ধরতে পেরেছে। পুলিশের চার্জশিট থেকে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা নিয়ে বেশ কিছু বিস্ফোরক তথ্য জানা গিয়েছে। ডাকাতির আগে অত্যাধুনিক জ্যামার ব্যবহার করে গোটা এলাকার নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছিল দুষ্কৃতীরা। তারপর বন্দুক হাতে ওই গোল্ড লোন সংস্থার অফিসে হানা দিয়ে লুটপাট চালায়। পুলিশের সঙ্গে রাস্তার উপর গুলির লড়াইয়েও জড়িয়ে পড়েছিল তারা।

advertisement

আরও পড়ুন: স্টোন ডাস্টে ধস ভরাট ইসিএলের, তবুও ফিরছে না ভরসা, তীব্র হচ্ছে পুনর্বাসনের দাবি

২০২১ সালের ২১ সেপ্টেম্বর চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে বেসরকারী স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি হয়। ডাকাতির খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ও গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছন। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। ডাকাত দল সোনা নিয়ে পালাতে গিয়ে পুলিশের মুখে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও পালটা জবাব দেয়। চন্দননগর থেকে দুই দুষ্কৃতীকে অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। নাকা চেকিং শুরু হয় বিভিন্ন পয়েন্টে। চুঁচুড়ার তুলোপট্টি ঘাটের কাছে আরও এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। তবে চতুর্থজন চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়

advertisement

View More

হুগলি জেলা আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় এদিন জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত ধৃতদের দোষী সাব্যস্ত করেছে। পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে এই ডাকাত দলকে ধরেছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চন্দননগরের গোল্ড লোন সংস্থায় ডাকাতিতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল