West Bardhaman News: স্টোন ডাস্টে ধস ভরাট ইসিএলের, তবুও ফিরছে না ভরসা, তীব্র হচ্ছে পুনর্বাসনের দাবি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
রানিগঞ্জের অলডির ধস কবলিত এলাকা স্টোন ডাস্ট দিয়ে ভরাট করার কাজ শুরু করেছে ইসিএল। কিন্তু তাতে ভরসা পাচ্ছে না এলাকার মানুষ। ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন চাইছেন ইসিএলের কাছে
পশ্চিম বর্ধমান: আসানসোল শিল্পাঞ্চলের কয়লা খনি সংলগ্ন গ্রামগুলিতে ধস নামা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বাড়িঘর ভেঙে পড়ছে, ভিটে হারা হচ্ছে অসহায় বাসিন্দারা। কয়েকদিন আগেও ধস নেমেছিল রানিগঞ্জের আলডি গ্রামে। সেখানেই এবার স্টোন ডাস্ট ব্যবহার করে ধস ভরাটের কাজ শুরু করল ইসিএল। যদিও এতে বিশেষ আশ্বস্ত হতে পারছে না বাসিন্দারা। তাঁদের একটাই প্রশ্ন, এভাবে ধস ভরাট করলে বিপদ কি কমবে? এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে পুনর্বাসন চাইছেন খনি সংলগ্ন এলাকার বাসিন্দারা।
আসানসোল পুরনিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলডি। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল এখানকার প্রধান রাস্তা। এরপরই ধস ভরাটের জন্য ইসিএলের দ্বারস্থ হয়েছিল স্থানীয় প্রশাসন। সম্প্রতি স্টোন ডাস্ট দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ধস ভরাটের কাজ শুরু হয়েছে। তবে এলাকার মানুষ দাবি, স্টোন ডাস্টের বদলে বালি দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মাটির তলা ভরাট করলে অনেক ভাল হতো। স্টোন ডাস্ট দিয়ে ভরাট করার ফলে ওই জায়গায় কিছুদিন পর আবার ধস নামতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে পুনর্বাসনের দাবি ক্রমশই জোরালো হচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০১১ সালে আলডি-তে সমীক্ষা চালিয়েছিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেখানকার বাসিন্দাদের একটি করে কার্ড দেওয়া হয়েছিল সেই সময়। যারা পুনর্বাসন পাবেন তাঁদেরই এই কার্ড দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, আপাতত ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ইসিএল-এর ফাঁকা কোয়ার্টারে থাকতে দেওয়া হোক। অন্যদিকে ধসের ফলে এলাকার জলের পাইপলাইনে যে ক্ষতি হয়েছিল তা মেরামত করে দিয়েছে আসানসোল পুরসভা।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 7:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: স্টোন ডাস্টে ধস ভরাট ইসিএলের, তবুও ফিরছে না ভরসা, তীব্র হচ্ছে পুনর্বাসনের দাবি