Birbhum News: পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুব্রতর জেলায় কাউন্সিলরদের বিদ্রোহ

Last Updated:

অনুব্রত মণ্ডলের জেলায় পুরপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ দুই কাউন্সিলরের, দুবরাজপুর পুরসভায় টালমাটাল পরিস্থিতি

+
title=

বীরভূম: পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই দুবরাজপুর পুরসভায় শাসক দলের মধ্যে বিদ্রোহ। পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গুরুত্বপূর্ণ কমিটির পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের দুই কাউন্সিলর। এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে বীরভূম জেলা তৃণমূলের অভ্যন্তরে।
বীরভূমের দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পান্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন তৃণমূলেরই কাউন্সিলর শেখ নাজির উদ্দিন ও মানিক মুখোপাধ্যায়। এই দুই বিদ্রোহী কাউন্সিলর ইতিমধ্যেই পুরসভার তিনটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগের চিঠি তাঁরা পুরপ্রধানের পাশাপাশি পুরসভার এক্সিকিউটিভ অফিসারকেও পাঠিয়ে দিয়েছেন।
advertisement
advertisement
দুবরাজপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়। তিনি ২০২২ সালের ২৫ এপ্রিল পুরসভার টেন্ডার ও পারচেজ কমিটির সদস্য হোন। পাশাপাশি ২০২৩ সালের ১৭ জানুয়ারি হেল্থ, এডুকেশন অ্যান্ড আরবান পভারটি এলিভেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি হন। অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন পুরসভার অতি গুরুত্বপূর্ণ ফাইন্যান্স অ্যাণ্ড রিসোর্স মোবিলাইজেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি ছিলেন। তাঁরা দু’জনেই ওই পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। এই দুই কাউন্সিলরের অভিযোগ, গত বছর পুরবোর্ড গঠন হওয়ার পর থেকে একটিও বৈঠক করেননি পুরপ্রধান। তাঁরা দায়িত্বে থাকা সত্ত্বেও না জানিয়ে বিভিন্ন টেন্ডার পাস করানো হচ্ছে। এইভাবে টেন্ডার পাস করিয়ে পুরপ্রধান কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন বলে ওই দুই কাউন্সিলরের অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রধান পীযূষ পান্ডে। উল্টে তাঁর বক্তব্য, যা হয়েছে সবার সম্মতিক্রমে হয়েছে। বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই সব কাজ হচ্ছে। দুই বিদ্রোহী কাউন্সিলরের নাম না করে তাঁর অভিযোগ, পুরসভার বদনাম করতেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুব্রতর জেলায় কাউন্সিলরদের বিদ্রোহ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement