West Bardhaman News: ভোট গণনার দিন নিখোঁজের দেহ উদ্ধার

Last Updated:

পঞ্চায়েতের ভোট গণনার দিন নিখোঁজ হয়েছিলেন, ঠিক এক সপ্তাহের মাথায় উদ্ধার হল চাঁদ বাউরির দেহ

+
title=

পশ্চিম বর্ধমান: বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজার করতে। সেদিন ছিল এমনই এক মঙ্গলবার, পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন। তারপর থেকে আর বাড়ি ফেরেননি চাঁদ বাউরি (৪১)। সেই ১১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর রাস্তার পাশ থেকে উদ্ধার হল তাঁর দেহ।
গত মঙ্গলবার সকালে বাজার করতে বেরিয়েও চাঁদ বাউরি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিজনরা। বেলা গড়িয়ে বিকেল হলেও তিনি না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথা থেকেও সন্ধান না মেলায় এরপর বুদবুদ থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। যদিও পুলিশও গত এক সপ্তাহে তাঁর সন্ধান পায়নি। তবে এদিন ওই নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হলে চাঞ্চল্য পড়ে যায় এলাকায়।
advertisement
advertisement
বুদবুদ থানার পোতনা গ্রামে বাড়ি চাঁদ বাউরির। নিয়মিত বাজার করার জন্য সকালে তিনি স্থানীয় বুদবুদ বাজার যেতেন। গত ১১ জুলাই তেমন‌ই বেরিয়েছিলেন। এক সপ্তাহ পর বুদবুদের বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হল। এদিকে পঞ্চায়েত ভোটের গণনার দিন চাঁদ বাউরি নিখোঁজ হলেও তিনি কোন‌ও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: ভোট গণনার দিন নিখোঁজের দেহ উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement