North 24 Parganas News: কংগ্রেস, বিজেপির প্রতীকের ছাপমারা গোছা গোছা ব্যালট উদ্ধার বাদুড়িয়ায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
রাজ্যে ফের গণনা কেন্দ্রের বাইরে উদ্ধার বিপুল পরিমাণ ব্যালট পেপার। কংগ্রেস ও বিজেপির প্রতীকে ছাপমারা গোছা গোছা ব্যালট পাওয়া গেল বাদুড়িয়ায়
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা এক সপ্তাহ আগে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও ঝোপঝাড়, গণনা কেন্দ্রের আশপাশ থেকে বিরোধীদলের প্রতীকে ছাপ মারা ব্যালট পেপার উদ্ধার হচ্ছে। এবার বাদুড়িয়ায় গণনা কেন্দ্রের পেছন থেকে বিজেপি ও কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া একগোছা ব্যালট পেপার উদ্ধার হল। যা দেখে পঞ্চায়েতের ভোট গণনায় ‘পুকুর চুরি’ হয়েছে বলে আরও একবার সোচ্চার হল বিরোধীরা।
এর আগে পুরুলিয়ায় ভোট গণনার দু’দিন পর গোছা গোছা ব্যালাট পেপার উদ্ধার হয়। সেখানেও বেশিরভাগ ব্যালাটেই বিরোধীদলের প্রতীকে ছাপ দেওয়া ছিল। উত্তর ২৪ পরগনার বসিরহাটের পাটলিখানপুর এলাকায় মৎস্যজীবীর জালে মাছের বদলে ওঠে গোছা গোছা ব্যালট পেপার। সেই একই জেলার বাদুড়িয়ায় দিলীপ মেমোরিয়াল হাই স্কুলের পাশ থেকে উদ্ধার হল পঞ্চায়েতের ছাপমারা ব্যালট পেপার। এই ঘটনার পরই সিপিএম, কংগ্রেস ও বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিরোধীদের ব্যালট পেপার ফেলে দিয়ে গণনায় কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল।
advertisement
advertisement
বাদুড়িয়ার দিলীপ মেমোরিয়াল হাইস্কুলে গত ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে হয়েছিল। সেই স্কুলেরই পিছন থেকে মঙ্গলবার উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্যালট পেপার। স্থানীয় বাসিন্দাদের নজরে প্রথম বিষয়টি পড়ে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ব্যালাট পেপার উদ্ধারের খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। ওখানে কী করে ভোটের ব্যালট পেপার এল তা খতিয়ে দেখছে প্রশাসন।
advertisement
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 5:11 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কংগ্রেস, বিজেপির প্রতীকের ছাপমারা গোছা গোছা ব্যালট উদ্ধার বাদুড়িয়ায়