দুই ছেলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় রয়েছেন। হুগলির গুরাপের খাজুরদহ মাজিনান শিবপুর গ্রামে রয়েছেন তাদের মা অসীমা বাবা মধুসূদন কুমার। তাদের মধ্যেও উৎকন্ঠা রয়েছে। তবে মিশন চন্দ্রযান-৩ সফল হোক গোটা দেশবাসীর সঙ্গে চাইছেন তারাও।
চন্দ্রকান্ত-২ সফল উৎক্ষেপন হয়নি সেজন্য আফসোস ছিল। কারন বড় ছেলে চন্দ্রকান্ত কুমার সেই মিশনে অংশিদার ছিলেন। ২০১৯ সালের ২২ জুলাই উৎক্ষেপনের পর ৬ ই সেপ্টেম্বর সেই মিশনে ল্যন্ডার বিক্রমকে চাঁদের পিঠে নামাতে ব্যর্থ হয়েছিল চন্দযান-২। তবে এবার সেই ব্যর্থতাকে কাটিয়ে ত্রুটি শুধরে চাঁদের মাটি ছুঁতে পারবে চন্দ্রযান-৩ তে থাকা রোভার। এমনটাই মনে করছেন দুই কৃতি সন্তানের মা বাবা।
advertisement
আরও পড়ুন: চাঁদের মাটি ছুঁতে উড়ল চন্দ্রযান-৩, সাক্ষী থাকল হাওড়ার এই স্কুলের পড়ুয়ারা!
আরও পড়ুন: ভোটে হেরে যাওয়ার জ্বালায় তৃণমূল প্রার্থীর এজেন্টেরর বাড়িতে হামলা নির্দলের অনুগামীদের!
বছর আটষট্টির মধুসূদন কুমার এখনও কৃষি কাজ করেন। ছেলেরা বছরে এক দুবার আসে। গত জনাুয়ারী মাসে গ্রামের বাড়িতে পরিবার নিয়ে এসেছিলেন চন্দ্রকান্ত। প্রতিদিনই ছেলেদের সঙ্গে কথা হয় মধুসূদন বাবুর। মিশন চন্দ্রযান-৩ তে নেই চন্দ্রকান্ত তবে, ইসরোর কোয়ার্টার ব্যাঙ্গালোরে বসেও গভীর উৎকন্ঠায় কাটবে চন্দ্রকান্তদের। কারণ তাদের টিমের পাঠানো চন্দ্রযান-২ এর অরবিটর যা চাঁদের কক্ষ পথে রয়েছে তার সাহায্য নেবে চন্দ্রযান-৩ ভিতরে থাকা ল্যান্ডার অরবিটর।
রাহী হালদার