Hooghly News: ভোটে হেরে যাওয়ার জ্বালায় তৃণমূল প্রার্থীর এজেন্টেরর বাড়িতে হামলা নির্দলের অনুগামীদের!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
আরামবাগে জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টের বাড়িতে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে
হুগলি: পঞ্চায়েতে ভোট গণনা শেষ হয়ে গেলেও শান্তি ফিরছে না গ্রাম বাংলায়। বহু জায়গায় প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ আসছে। তবে আরামবাগে যে ঘটনার কথা জানা গেল তা রীতিমতো চাঞ্চল্যকর। তৃণমূল প্রার্থীর এজেন্ট ও তাঁর পরিবারের উপর অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ উঠল নির্দল প্রার্থীর বিরুদ্ধে।
হুগলি আরামবাগের গৌরহাটি-১ পঞ্চায়েতের পাড়াবাগনা গ্রামের ঘটনা। আক্রান্ত তৃণমূল প্রার্থীর এজেন্টের নাম শেখ রাকিবুল ইসলাম। অভিযোগ, ভোটে হেরে যাওয়ার আক্রোশে নির্দল প্রার্থীর অনুগামীরা রাকিবুল ও তাঁর পরিবারের উপর হামলা করে। তাঁকে ও বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। দু’জনকেই লাঠিপেটা করা হয়। তাঁদেরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন রাকিবুলের স্ত্রীও। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করে।
advertisement
advertisement
যদিও তৃণমূল প্রার্থীর ওই এজেন্টের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নির্দল প্রার্থী। উল্টে তাঁর দাবি, এটা পুরোপুরি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 9:23 PM IST