East Bardhaman News: পরাজিত তৃণমূল প্রার্থীর শ্বশুরকে মারধর, গ্রেফতার চার সিপিএম কর্মী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
পরাজিত সিপিএম প্রার্থীর শ্বশুরকে মারধরের অভিযোগে পূর্বস্থলীতে চার সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ
পূর্ব বর্ধমান: ভোট গণনা মিটে যাওয়ার পরেও শান্ত হচ্ছে না বাংলা। এবার তৃণমূল প্রার্থীর শ্বশুরকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা। এই ঘটনায় চার সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের তালপনা গ্রামের তৃণমূল প্রার্থী ছিলেন সেলিনা খাতুন। তিনি ভোটে হেরে যান। অভিযোগ এরপরই ওই তৃণমূল প্রার্থীর শ্বশুর কিবরিয়া শেখ-কে মারধর করে এলাকার সিপিএম কর্মীরা। পূর্বস্থলী থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এরপর পুলিশ অভিযুক্ত কুতুবুদ্দিন শেখ, শাহিন শেখ, শহিদুল মোল্লা এবং মারাফাত শেখকে গ্রেফতার করেছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে পরাজিত তৃণমূল প্রার্থী সেলিনা খাতুন বলেন, ভোট গণনার রাতেই জয়ী সিপিএম প্রার্থী মর্জিনা বিবির সমর্থনে বিজয় মিছিল বের করেছিল ওরা। সেখান থেকেই আমার শ্বশুরের উপর হামলা করে। এদিকে যাবতীয় ঘটনা অস্বীকার করেছে সিপিএম। এই বিষয়ে পূর্বস্থলী উত্তরের প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ কুমার সাহা বলেন, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। চক্রান্ত করে আমাদের দলের চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 8:50 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পরাজিত তৃণমূল প্রার্থীর শ্বশুরকে মারধর, গ্রেফতার চার সিপিএম কর্মী