Panchayat Election 2023: গণনার দু'দিনের মাথায় বিরোধীদের প্রতীকে ছাপমারা বিপুল ব্যালট উদ্ধার!

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শেষের দু'দিনের মাথায় বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার পুরুলিয়ায়‌। উদ্ধার হওয়া ব্যালট পেপারে বিভিন্ন বিরোধী দলের প্রতীকে ভোট পড়েছে বলে দেখা যাচ্ছে। কিন্তু সেখানে শাসক দলের প্রতীকে সেভাবে ভোট পড়ার চিহ্ন নেই

+
title=

পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের ভোট গণনায় এবার গণনা কেন্দ্রের মধ্যে রাজনৈতিক কর্মীদের সংঘর্ষ, বিরোধী এজেন্টদের ঢুকতে না দেওয়া থেকে শুরু করে হেরে যাচ্ছে দেখে শাসকদলের প্রার্থীর ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নেওয়া, গণনা কেন্দ্রের জানালার বাইরে ব্যালট পেপার পড়ে থাকার মতো বহু আশ্চর্য এবং বিচিত্র ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তবে এবার আরও এক অবাক করা ঘটনা উঠে এল। ভোট গণনা শেষের দু’দিনের মাথায় পুরুলিয়ার সাঁতুড়ি ব্লক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ব্যালট পেপার। গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সিপিএমের অভিযোগ, কারচুপি করে ভোটে জেতার জন্য এইভাবে ব্যালট পেপার সরিয়ে ফেলেছিল তৃণমূল। সেগুলোই এখন উদ্ধার হচ্ছে।
শুক্রবার পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের মুরাডি এসআরবিপি উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্র থেকে বিপুল ব্যালট পেপার উদ্ধার হয়। হাওড়ার ডোমজুড় বালি সহ রাজ্যের অন্যান্য জায়গায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিনই ব্যালাট পেপার উদ্ধার হয়েছিল। কিন্তু পুরুলিয়ায় এবারের পঞ্চায়েত ভোট এবং গণনা পর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটলেও দু’দিনের মাথায় ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কার্যত ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।
advertisement
advertisement
উদ্ধার হওয়া ব্যালট পেপার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন সিপিএম নেতা রাজেশ বাউরি। তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলোয় বিরোধী প্রতিটি দলের প্রতীকে ভোট আছে। কিন্তু সেখানে তৃণমূলকে ভোট দেওয়া একটিও ব্যালট নেই। তাঁর দাবি, গণনার দিন এইভাবেই বিরোধীদের ব্যালট ছিনতাই করে জিতেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের কারচুপির কারণেই সাঁতুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে জয়লাভ করেছে তৃণমূল। কারচুপি করেই ওরা বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করেছে। ‌ এই বাম নেতা পুনর্নির্বাচনের দাবি জানান।
advertisement
যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে স্বচ্ছ ভোট হয়েছে বলে মন্তব্য করেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথড়িয়া। তিনি বলেন, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোথাও কোনও কারচুপি হয়নি। ‌সম্পূর্ণই স্বচ্ছ নির্বাচন হয়েছে। স্বচ্ছভাবেই ভোট গণনা হয়েছে। বিরোধীরা হেরে গিয়ে মিথ্যে অভিযোগ করছে। ‌কারণ তারা বুঝে গিয়েছে মানুষ তৃণমূলের সঙ্গে আছে।
পঞ্চায়েতের ভোট গণনার দু’দিনের মাথায় পুরুলিয়ায় এই বিপুলসংখ্যক ব্যালট উদ্ধারের ঘটনা নিয়ে জেলা প্রশাসন বা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Panchayat Election 2023: গণনার দু'দিনের মাথায় বিরোধীদের প্রতীকে ছাপমারা বিপুল ব্যালট উদ্ধার!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement