East Bardhaman News: বাইক, সাইকেলকে ধাক্কা মেরে রোগীকে নিয়ে উল্টে গেল অ্যাম্বুল্যান্স! তিনজনের মৃত্যু
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার তাড়ায় বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মেরে উল্টে গেল অ্যাম্বুলেন্স, মৃত্যু তিনজনের
পূর্ব বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর সাইকেল আরোহী ও বাইক চালককে ধাক্কা মেরে রোগীকে নিয়ে উল্টে গেল অ্যাম্বুল্যান্স। মৃত তিনজন। গুরুতর আহত আরও পাঁচজন। পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা।
রামপুরহাট হাসপাতাল রেফার করায় রোগী অনন্ত লেটকে নিয়ে তাঁর পরিজনরা অ্যাম্বুল্যান্সে করে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করতে যাচ্ছিলেন। বোলপুর ২বি জাতীয় সড়কের উপর ভাতারের নতুনগ্রাম এলাকায় হঠাৎই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অ্যাম্বুল্যান্স চালক। প্রথমে একটি বাইক ও পরে সাইকেলকে ধাক্কা মারেন। আরও দুই পথচারীকেও ধাক্কা মেরেছে অ্যাম্বুল্যান্সটি। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সে থাকা রোগী অনন্ত লেটের মৃত্যু হয়। এছাড়াও সাইকেল আরোহী তাপস ঘোষ ও বাইক আরোহী আব্দুল রহিমের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। তাঁদের সহযোগিতায় আহতদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। রোগীর পরীজনরা ও অ্যাম্বুল্যান্স চালক গুরুতর আহত হয়েছেন।
advertisement
advertisement
এই ঘটনায় কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা যানবাহন চলাচলের উপর আরও বেশি নজরদারির দাবি তোলেন। পরে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 14, 2023 7:51 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বাইক, সাইকেলকে ধাক্কা মেরে রোগীকে নিয়ে উল্টে গেল অ্যাম্বুল্যান্স! তিনজনের মৃত্যু










