Panchayat Election 2023: ভোট পরবর্তী হিংসা ঠেকাতে গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ পুলিশের

Last Updated:

পঞ্চায়েত ভোট মিটে গেলেও এখনও শান্ত হয়নি গ্রাম বাংলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গ্রামে গ্রামে রুটমার্চ শুরু করেছে পুলিশ

উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা ঠেকাতে গ্রামে গ্রামে পুলিশের সঙ্গে কেন্দ্র বাহিনীর রুটমার্চ শুরু। পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পরও হিংসায় লাগাম না পড়ায় এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সেই লক্ষ্যেই শুক্রবার বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকায় রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে।
এদিন হাড়োয়ার বেশ কয়েকটি গ্রামে রুটমার্চ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেও রাজ্যের অন্যান্য এলাকার মতো বসিরহাট মহকুমার বেশ কিছু এলাকা থেকে রাজনৈতিক হিংসার খবর এসেছে। হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, মিনাখাঁয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে গিয়েছেন। দলের আক্রান্ত নেতাকর্মীদের সঙ্গে কথাও বলেন তাঁরা। স্বাভাবিকভাবেই এই ঘটনা কিছুটা হলেও চাপ বাড়িয়েছে রাজ্যের উপর।
advertisement
advertisement
ভোট পরবর্তী হিংসার জন্য সাধারণ নাগরিকরাও নিরাপত্তার অভাব বোধ করছিল। সেই ভয় কাটাতেই পুলিশের উদ্যোগে চলছে রুট মার্চ। গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে আশ্বস্ত করা হচ্ছে। এদিকে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকায় ভরসা পাচ্ছে গ্রামের মানুষ।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: ভোট পরবর্তী হিংসা ঠেকাতে গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ পুলিশের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement