Malda News: বোমা বাঁধতে গিয়ে চরম সর্বনাশ! খবর পেয়েই এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

বোমা বাঁধার সময় বিস্ফোরণে উড়ে গেল হাত, কালিয়াচকের মৃত্যু একজনের। ছুটে এল কেন্দ্রীয় বাহিনী

মালদহ: পঞ্চায়েত ভোট মিটে গেলেও এখনও পুরোপুরি শান্ত হয়নি গ্রাম বাংলা‌। মালদহ, মুর্শিদাবাদে প্রতিদিনই রাজনৈতিক সংঘর্ষ, বোমা উদ্ধারের খবর আসছে। এবার কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ঝলসে গেল একজন। ফলে ভোট পর্বে মৃতের সংখ্যা বাড়ল। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর বোমা বাঁধার সময় বিস্ফোরণের তীব্রতায় হাত উড়ে যায় মুকুল রহমানের (৫০)। তিনি মারা গিয়েছেন। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো কয়েকজন। বিস্ফোরণের পরই ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে কালিয়াচক-জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের করারি চাঁদপুর এলাকায়। জনবসতি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে লিচু বাগানের মধ্যে বোমা বাঁধছিলেন মুকুল রহমান। সেই সময়ই বিস্ফোরণ হয়। ঘটনাস্থল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। এদিকে কেন্দ্রীয় বাহিনীও এলাকায় পৌঁছে চারিদিক ঘিরে ফেলে। পুলিশের সন্দেহ মৃত মুকুল রহমান ছাড়াও আরো বেশ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারা আহত‌ও হয়েছে বলে পুলিশের ধারণা। তবে সেই আহতরা কোথায় গেল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসায় মালদহে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বোমা বাঁধতে গিয়ে চরম সর্বনাশ! খবর পেয়েই এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement