Howrah News: চাঁদের মাটি ছুঁতে উড়ল চন্দ্রযান-৩, সাক্ষী থাকল হাওড়ার এই স্কুলের পড়ুয়ারা!
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
অভিনব উদ্যোগ প্রোজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের লাইভ চন্দ্রযান ৩ উৎক্ষেপণ দেখানো হল বিদ্যালয়ে,এই মহতিপূর্ব মুহূর্ত অতি আকর্ষণের সঙ্গে উপভোগ করল ক্ষুদে পড়ুয়ারা।
হাওড়া: অভিনব উদ্যোগ প্রোজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের লাইভ চন্দ্রযান ৩ উৎক্ষেপণ দেখানো হল বিদ্যালয়ে।এই মহতিপূর্ব মুহূর্ত অতি আকর্ষণের সঙ্গে উপভোগ করল ক্ষুদে পড়ুয়ারা। চাঁদে ভারতের মহাকাশ অভিযানের ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল গোটা পৃথিবী। সাক্ষী থাকল হাওড়ার মেনকা স্মৃতি বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিভাগের ক্ষুদে পড়ুয়ারা।
শুক্রবার দুপুর ২:৩৫মিনিটে যখন শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে ইসরো চন্দ্রযান ৩ উৎক্ষেপন করছিল। তখন তা ইসরোর নিজস্ব চ্যানেল থেকে সরাসরি লাইভ সম্প্রচার হয়। মেনকা স্মৃতি বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিভাগের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের এই ঐতিহাসিক ঘটনাকে সরাসরি দেখানো হল স্কুলের প্রোজেক্টর ও ল্যাপটপের মাধ্যমে।এই পুরো ব্যবস্থাটি করেন বিদ্যালয়ের পরিবেশের শিক্ষক সায়ন দে।
advertisement
জানা যায়, শিক্ষক সায়ন দে, স্কুলের ছাত্র ছাত্রীদের মান উন্নয়ন করতে। প্রায়শই বিদ্যালয়ে মহাকাশ-সহ ইতিহাস ভূগোল বিজ্ঞান পরিবেশের নানা দিক তুলে ধরেন প্রোজেক্টরের মাধ্যমে। ১৪ ই জুলাই দুপুর ২ টা সময় চন্দ্রযান ৩ উৎক্ষেপণ স্কুলের শ্রেণী কক্ষে দেখানোর ব্যবস্থা করা হয়।
advertisement
advertisement
এদিনের এই বিষয়টি দেখার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে সকাল থেকেই প্রবল উৎসাহ ছিল। লাইভ উৎক্ষেপণ দেখানোর পর সায়ন দে ছাত্রছাত্রীদের চন্দ্রযান ৩ নিয়ে বিস্তারিত জানায়। সেই সঙ্গে কিভাবে মহাকাশ অভিযান হয় সে নিয়েও ছবি ও ভিডিও দেখিয়ে বোঝান।
advertisement
সায়ন দে জানালেন, ‘‘মহাকাশ ওদের পাঠ্যপুস্তকেই আছে। পাঠপুস্তকের পড়াকে বাস্তবের ঘটনার সঙ্গে মিলিয়ে পড়ালে তার প্রভাব সবথেকে ভাল পড়ে পড়ুয়াদের মধ্যে। ধারণাগুলো জীবন্ত হয়ে ওঠে আর বুঝতেও সুবিধা হয়।’’নিয়মিত মহাকাশ লাইভ দেখানোর ব্যবস্থাও করা হয় NASA র স্পেস স্টেশন থেকে শিশুদের জন্য।অভিভাবকরাও স্কুলের এই উদ্যোগে খুশি।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 2:07 PM IST