খাটুনি বেশি লাভ কম বলে শোলার মুকুট ডাকের সাজ এখন আর হয়না, তবে কদম ফুল তৈরি করেন মালাকাররা। দুর্গা পুজোয় পদ্মফুল লাগে। আর শোলার কদম ফুল লাগে মঙ্গল ঘটে। দুর্গা পুজোর সময় সেই কদম ফুলের চাহিদা থাকে অনেক। মালাকার পাড়ায় তাই ব্যস্ততা তুঙ্গে।
আরও পড়ুনঃ ডেঙ্গু শনাক্তকরণের অত্যাধুনিক যন্ত্রাদির উদ্বোধন কোন্নগরে
advertisement
বিভিন্ন রঙের কদম তৈরিতে ব্যস্ত মালাকাররা। কাঁচা শোলা রোদে শুকিয়ে মাপ মত কেটে খোসা ছাড়ানো হয়। দুধ সাদা শোলা কেটে নানা মাপের ফুল তৈরি হয়। চাহিদা মত রঙ লাগানো হয়। বাড়ি থেকে পাইকারি বিক্রি হয় এই শোলার ফুল। শারদোৎসবের সময় থেকে সারা বছর চাহিদা থাকে কদম ফুলের।
আরও পড়ুনঃ সশস্ত্র বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল শ্রীরামপুরের কুঠিবাড়ি!
শোলার দাম অনেকটাই বেড়েছে গত বছর থেকে তাই ফুলের দামও বাড়তে হয়েছে কিছুটা।বছরের একটা নির্দিষ্ট সময় শোলা পাওয়া যায়। সেই শোলা কিনে মজুত করে রাখতে হয়। তাই এক সঙ্গে অনেক টাকা লগ্নি করতে হয়। ব্যাঙ্ক ঋণ পেলে ব্যবসা চালাতে সুবিধা হয় বলে জানান মালাকাররা।
Rahi Haldar