ঘটনার খবর পাওয়া মাত্রই আরামবাগ থানার পুলিশ দুর্ঘটনা স্থলে পৌঁছায়। জোর কদমে শুরু হয় যাত্রীদের উদ্ধারকার্য। বাসের চালক ঘটনার পরে বাস ছেড়ে পালিয়ে যায়। তবে কি কারণে হঠাৎই এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ । এছাড়া বাসের চালক এর খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ দুমাস ধরে উত্তরপাড়া স্টেশনে! অবশেষে প্রশাসনের চোখে পড়তেই বৃদ্ধার ঠাঁই বৃদ্ধাশ্রমে
advertisement
স্থানীয় সূত্রে খবর, ব্লোন্ডি এলাকায় এটি পূজা অনুষ্ঠান রয়েছে সেই কারণেই এই বাসটিতে ব্যাপক ভিড় হয়েছিল। বেশিভাগ মানুষই ওই এলাকায় পূজা উপলক্ষে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হন প্রায় ৫০ জন। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার পর থেকে সেখানকার স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগায়।
আরও পড়ুনঃ শুক্রবার থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে ব্যান্ডেলে রেল চলাচল
আহতদের মধ্যে অনেকেরই হাত-পা ভেঙেছে বলে জানান তিনি। এমনকি ওই দুর্ঘটনাতে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। স্থানীয়রা নিজেদের বাড়ি থেকে জল বরফ নিয়ে এসে আহতদের শুশ্রূষা করেন। দুর্ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Rahi Haldar






