সংঘর্ষের জেরে বাইকে থাকা ব্যক্তি রাজ্য সড়কে ছিটকে পড়ে। কিন্তু তাঁদের মধ্যে বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনা নজরে আসতেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আরামবাগ মহকুমা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। রীতিমতো ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: এবার ‘মমতা’ শাড়ি! মুখ্যমন্ত্রীর জন্মদিনে বীরেন বসাকের বিশেষ উপহার
advertisement
আরও পড়ুন: বিজেপির তিন বিধায়ক খোঁজ নিলেন সন্দেশখালি কাণ্ডে আক্রান্ত ইডি অফিসারের
স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে করে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি দ্রুতগামী লরির নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁদের ধাক্কা মারে। ঘটনার বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়েই তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি প্রশাসনকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় সময় এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। তাই তাঁরা স্পিড বেকারের দাবি তুলেছেন।
পরিবারের কাছে খবর পৌঁছানোর পরে হাসপাতলে এলেও শেষ রক্ষা হয়নি। পুরো ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
শুভজিৎ ঘোষ