Nadia News: Nadia News: এবার 'মমতা' শাড়ি! মুখ্যমন্ত্রীর জন্মদিনে বীরেন বসাকের বিশেষ উপহার
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Nadia News: এক মাস সময় লেগেছে এটি তৈরি করতে। মুর্শিদাবাদের সিল্কের সুতো দিয়ে তার অবয়ব ফুটিয়ে তুলে ধরেছেন।
ফুলিয়া: মুখ্যমন্ত্রীর জন্মদিনে বাংলার হস্ত চালিত তাঁত শিল্পী পদ্মশ্রী প্রাপক বীরেন বসাকের উপহার, নিজের হাতে বোনা ভাষণরত অবয়ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কর্মী সমর্থকদের আবেগ উচ্ছাস খুব স্বাভাবিক ব্যাপার। তবে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন, কবি সাহিত্যিক শিল্পী অরাজনৈতিকভাবেও তার এই শুভ জন্মদিনে শুভকামনা জানিয়েছেন। নদিয়ার স্বনামধন্য ফুলিয়ার পদ্মশ্রী প্রাপক বীরেন বসাক বাংলার তাঁত শিল্প জগতের অন্যতম খ্যাতনামা ব্যক্তি। তিনি ভারত সরকারের পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তিনি তাঁর ছবি ফুটিয়ে তুলেছেন কাপড়ে।
এক মাস সময় লেগেছে এটি তৈরি করতে। মুর্শিদাবাদের সিল্কের সুতো দিয়ে তাঁর অবয়ব ফুটিয়ে তুলে ধরেছেন। এর আগেও তিনি কন্যাশ্রী নিয়ে শাড়ি তুলে দিয়েছেন এইবার তাঁর হাতে এই শাড়ি তুলে দিতে চান। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই শাড়ি তাঁর হাতে তুলে দেবেন।
আরও পড়ুন- শাহরুখকে খুনের হুমকি! পরিবারের ‘কাছের লোক’ চেয়েছিলেন মেরে ফেলতে, কারণ শুনলে শিউরে উঠবেন আপনিও
advertisement
advertisement
এর আগে তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে এমন উপহার দিয়েছিলাম। বাংলার জামদানি শাড়িতে মোদিকে জনতার সামনে ভাষণ দেওয়া অবস্থায় ছবি, তাঁতে হাতে বুনে একটি শাড়ি তুলে দিয়েছিলেন বীরেন কুমার বসাক। এর আগে তিনি মুখ্যমন্ত্রীকে প্রায় এই ধরনের একটি শাড়ি উপহার দেন তবে এবার তাঁর ভাষণ দেওয়া অবস্থার ছবি সম্বলিত একটি শাড়ি । এছাড়া তিনি অনেক গুণী, চিত্র তারকার হাতে ফুলিয়ার শাড়ি দিয়েছেন।
advertisement
বীরেন কুমার বসাক পশ্চিমবঙ্গের নদিয়ার ফুলিয়ার তিনি একজন স্বনামধন্য তাঁতি। এর আগে তাঁর শাড়িতে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেছেন। এ প্রসঙ্গে বীরেন বাবু বলেন, রাজনৈতিক সমালোচনা থাকতেই পারে তবে রাজ্যের প্রশাসনিক সর্বময় কর্তীর প্রতি এই শুভকামনা সকল হস্তচালিত তাঁত শিল্পীদের পক্ষ থেকে।
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 4:01 PM IST