Dolon-Deepankar Love Story: 'ট্রিপে যা হয়েছিল...', কীভাবে দীপঙ্করের কাছাকাছি এলেন দোলন, ফাঁস হতেই তোলপাড়!

Last Updated:
Dolon-Deepankar Love Story: অসমবয়সী প্রেম কীভাবে হল, তা নিয়ে ভক্তদের গুঞ্জন সর্বদাই তুঙ্গে৷ ভক্তদের আবদার মেটাতে এবার দিদি নম্বর ওয়ানের সেটে দীপঙ্করের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন দোলন রায়৷
1/6
টলিপাড়ার জনপ্রিয় মুখ দোলন রায় । অভিনয়ে যে তিনি কতটা পারদর্শী তা আর বলা অপেক্ষা রাখে না। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের জন্য সর্বদা শিরোনামে থাকেন দোলন রায়। দীপঙ্কর দে এবং দোলন রায় টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটির অন্যতম। দীর্ঘ দিনের সম্পর্ক সেখান থেকে প্রেম আর আজ তাঁরা বিবাহিত দম্পতি।
টলিপাড়ার জনপ্রিয় মুখ দোলন রায় । অভিনয়ে যে তিনি কতটা পারদর্শী তা আর বলা অপেক্ষা রাখে না। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের জন্য সর্বদা শিরোনামে থাকেন দোলন রায়। দীপঙ্কর দে এবং দোলন রায় টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটির অন্যতম। দীর্ঘ দিনের সম্পর্ক সেখান থেকে প্রেম আর আজ তাঁরা বিবাহিত দম্পতি।
advertisement
2/6
দীপঙ্করের সঙ্গে বয়সের সম্পর্কের ফারাক ২৪ বছর৷ এই নিয়ে একাধিক বির্তক সবর্দাই চলে৷ তবে সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা এখন হ্যাপিলি ম্যারেড কাপল৷ অসমবয়সী প্রেম কীভাবে হল, তা নিয়ে ভক্তদের গুঞ্জন সর্বদাই তুঙ্গে৷
দীপঙ্করের সঙ্গে বয়সের সম্পর্কের ফারাক ২৪ বছর৷ এই নিয়ে একাধিক বির্তক সবর্দাই চলে৷ তবে সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা এখন হ্যাপিলি ম্যারেড কাপল৷ অসমবয়সী প্রেম কীভাবে হল, তা নিয়ে ভক্তদের গুঞ্জন সর্বদাই তুঙ্গে৷
advertisement
3/6
ভক্তদের আবদার মেটাতে এবার দিদি নম্বর ওয়ানের সেটে দীপঙ্করের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন দোলন রায়৷ ১৯৯৭ সালে কীভাবে একে অপরের কাছাকাছি আসেন তা ফাঁস হতেই তোলপাড় নেটদুনিয়া৷
ভক্তদের আবদার মেটাতে এবার দিদি নম্বর ওয়ানের সেটে দীপঙ্করের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন দোলন রায়৷ ১৯৯৭ সালে কীভাবে একে অপরের কাছাকাছি আসেন তা ফাঁস হতেই তোলপাড় নেটদুনিয়া৷
advertisement
4/6
দিদি নম্বর ওয়ান-এর সেটে কথার ফাঁকেই উঠে আসে দোলন ও দীপঙ্করের প্রেম কাহিনি৷ একটু লাজুক হেসেই অভিনেত্রী বলেন, ১৯৯৭ সাল থেকেই তাঁদের প্রেমের শুরু৷ বিদেশে নাটক করতে গিয়ে শুরু হয় বন্ধুত্ব, ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন দীপঙ্কর ও দোলন।
দিদি নম্বর ওয়ান-এর সেটে কথার ফাঁকেই উঠে আসে দোলন ও দীপঙ্করের প্রেম কাহিনি৷ একটু লাজুক হেসেই অভিনেত্রী বলেন, ১৯৯৭ সাল থেকেই তাঁদের প্রেমের শুরু৷ বিদেশে নাটক করতে গিয়ে শুরু হয় বন্ধুত্ব, ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন দীপঙ্কর ও দোলন।
advertisement
5/6
দীর্ঘ ১৬ বছর লিভ-ইন করার পর ২০২০ সালে জানুয়ারি মাসে আইনি মতে বিয়ে সারেন দোলন ও দীপঙ্কর। দেখতে দেখতে সম্পর্কের ৩০ বছর পার করে ফেলেছেন দীপঙ্কর ও দোলন। ভালবাসার মানুষের সঙ্গে সংসার পাতলেও  বয়সের ফারাক নিয়ে নানা সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাঁদের৷ অভিনেত্রী জানান, দীপঙ্কর সবটা ঠান্ডা মাথায় সামলেছেন৷
দীর্ঘ ১৬ বছর লিভ-ইন করার পর ২০২০ সালে জানুয়ারি মাসে আইনি মতে বিয়ে সারেন দোলন ও দীপঙ্কর। দেখতে দেখতে সম্পর্কের ৩০ বছর পার করে ফেলেছেন দীপঙ্কর ও দোলন। ভালবাসার মানুষের সঙ্গে সংসার পাতলেও বয়সের ফারাক নিয়ে নানা সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাঁদের৷ অভিনেত্রী জানান, দীপঙ্কর সবটা ঠান্ডা মাথায় সামলেছেন৷
advertisement
6/6
দোলন আরও জানান, দীপঙ্কর ভীষণই খাদ্যরসিক একজন মানুষ৷ স্পাইসি খাবার খেতে ভীষণ ভালবাসেন তিনি৷ তবে শরীরের কথা মাথায় রেখে রান্না করেন দোলন৷
দোলন আরও জানান, দীপঙ্কর ভীষণই খাদ্যরসিক একজন মানুষ৷ স্পাইসি খাবার খেতে ভীষণ ভালবাসেন তিনি৷ তবে শরীরের কথা মাথায় রেখে রান্না করেন দোলন৷
advertisement
advertisement
advertisement