Shah Rukh Khan: শাহরুখকে খুনের হুমকি! পরিবারের 'কাছের লোক' চেয়েছিলেন মেরে ফেলতে, কারণ শুনলে শিউরে উঠবেন আপনিও

Last Updated:
Shah Rukh Khan: প্রথমত হিন্দু পরিবারের মেয়েকে ভালবাসতে গিয়ে একসময় গৌরীর ভাইয়ের চক্ষুশূল হতে হয় শাহরুখকে৷ তাকে দেখে এতটাই রাগ হতো যে শাহরুখকে দেখলেই নাকি খুনের রাগ চেপে যেত গৌরীর ভাইয়ের৷
1/6
বলিউডের বাদশা তিনি একাই৷  এটা ৬০-এর কোটায় এসে হাতেকলমে প্রমাণ দিয়ে চলেছেন শাহরুখ খান৷ সদ্যই ৫৮-তে পা দিয়েছেন কিং খান৷ গত ৩০ বছর ধরে একটানা বলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন  অভিনেতা৷
বলিউডের বাদশা তিনি একাই৷ এটা ৬০-এর কোটায় এসে হাতেকলমে প্রমাণ দিয়ে চলেছেন শাহরুখ খান৷ সদ্যই ৫৮-তে পা দিয়েছেন কিং খান৷ গত ৩০ বছর ধরে একটানা বলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন অভিনেতা৷
advertisement
2/6
বলিউডের হার্টথ্রব শাহরুখ খানকে নিয়ে সবসময়েই চর্চা হয়েই চলেছে। বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে উন্মাদনা তুঙ্গে। দীর্ঘ প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবন৷  ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন গৌরীকে৷
বলিউডের হার্টথ্রব শাহরুখ খানকে নিয়ে সবসময়েই চর্চা হয়েই চলেছে। বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে উন্মাদনা তুঙ্গে। দীর্ঘ প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবন৷ ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন গৌরীকে৷
advertisement
3/6
শাহরুখ ও গৌরীর প্রেমকাহিনি পুরো সিনেমার মতো৷ মুসলিম পরিবারের ছেলে হয়ে পাঞ্জাবি পরিবারের মেয়েকে ভালবেসে বিয়ে করা অতটাও সহজ ছিল না৷ তবে মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ায় ঘোর আপত্তি ছিল গৌরীর পরিবারের৷
শাহরুখ ও গৌরীর প্রেমকাহিনি পুরো সিনেমার মতো৷ মুসলিম পরিবারের ছেলে হয়ে পাঞ্জাবি পরিবারের মেয়েকে ভালবেসে বিয়ে করা অতটাও সহজ ছিল না৷ তবে মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ায় ঘোর আপত্তি ছিল গৌরীর পরিবারের৷
advertisement
4/6
প্রথমত হিন্দু পরিবারের মেয়েকে ভালবাসতে গিয়ে একসময় গৌরীর ভাইয়ের চক্ষুশূল হতে হয় শাহরুখকে৷ তাকে দেখে এতটাই রাগ হতো যে শাহরুখকে দেখলেই নাকি খুনের রাগ চেপে যেত গৌরীর ভাইয়ের৷
প্রথমত হিন্দু পরিবারের মেয়েকে ভালবাসতে গিয়ে একসময় গৌরীর ভাইয়ের চক্ষুশূল হতে হয় শাহরুখকে৷ তাকে দেখে এতটাই রাগ হতো যে শাহরুখকে দেখলেই নাকি খুনের রাগ চেপে যেত গৌরীর ভাইয়ের৷
advertisement
5/6
এক সাক্ষাৎকারে গৌরী জানান, আমি তখন ২১, শাহরুখ সবে ২৬৷ সেই সময় আমার পরিবারের সঙ্গে শাহরুখের আলাপ৷ তবে আমার ভাই বিক্রান্তের মোটেই পছন্দ ছিল না৷ শাহরুখকে দেখলেই ওর চোখ-মুখ লাল হয়ে যেত রাগে৷ মনে মনে যে কতবার ও শাহরুখকে খুন করেছে, তার কোনও কুল কিনারা নেই৷ তবে আমাকে নিয়ে ভাই ভীষণ স্পর্শকাতর ছিল৷
এক সাক্ষাৎকারে গৌরী জানান, আমি তখন ২১, শাহরুখ সবে ২৬৷ সেই সময় আমার পরিবারের সঙ্গে শাহরুখের আলাপ৷ তবে আমার ভাই বিক্রান্তের মোটেই পছন্দ ছিল না৷ শাহরুখকে দেখলেই ওর চোখ-মুখ লাল হয়ে যেত রাগে৷ মনে মনে যে কতবার ও শাহরুখকে খুন করেছে, তার কোনও কুল কিনারা নেই৷ তবে আমাকে নিয়ে ভাই ভীষণ স্পর্শকাতর ছিল৷
advertisement
6/6
গৌরী আরও জানান, ভাই এমনিতে শান্ত প্রকৃতির হলেও রাগ দেখিয়ে ক্ষান্ত হননি, শাহরুখকে মেরে ফেলার হুমকি পর্যন্তও দেন তিনি৷ তবে গোটা ঘটনায় শাহরুখ তেমন কোনও প্রতিক্রিয়া দেননি৷ এমনকী পাল্টা কোনও রাগ দেখাননি৷ তবে ভাইয়ের প্রায় চার বছর সময় লেগেছিল শাহরুখকে মেনে নিতে৷
গৌরী আরও জানান, ভাই এমনিতে শান্ত প্রকৃতির হলেও রাগ দেখিয়ে ক্ষান্ত হননি, শাহরুখকে মেরে ফেলার হুমকি পর্যন্তও দেন তিনি৷ তবে গোটা ঘটনায় শাহরুখ তেমন কোনও প্রতিক্রিয়া দেননি৷ এমনকী পাল্টা কোনও রাগ দেখাননি৷ তবে ভাইয়ের প্রায় চার বছর সময় লেগেছিল শাহরুখকে মেনে নিতে৷
advertisement
advertisement
advertisement