রূপনারায়ণের নদীর উপর যাতায়াত করার জন্য একাধিক জায়গায় কাঠের এবং বাঁশের সেতু তৈরি হয়েছে কিন্তু নদীতে অতিরিক্ত জল বাড়ায় ভেঙে পড়ল এই ব্রিজ। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় বাসিন্দারা।ফলত যোগাযোগ এপার থেকে ওপারে কিভাবে করবেন তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না এলাকার মানুষজন।
আরও পড়ুন ঃ হুড়মুড়িয়ে বেড়ে চলেছে দ্বারকেশ্বরের জল, ফের সব গিলবে নদী? আতঙ্কে ঘর ছাড়ছে গ্রাম!
advertisement
উল্লেখ্য, খানাকুল ১ নম্বর ও ২ নম্বর ব্লকের রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাতায়াত করতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের ব্রিজ, আবার কোথাও বাসের সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসতে হচ্ছে। বর্ষার সময় নদীতে জল বাড়ার সময় বেশিরভাগ জায়গাটি এই সেতুগুলি ভেঙে পড়ে। তার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের স্বীকার হতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান বেশ কিছু জায়গায় বছরের পর বছর বর্ষার সময় এই সেতুগুলি দিয়ে পারাপার করতে হয়। বিশেষ করে মেদিনীপুর যাওয়ার জন্য বহু মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করে আসছেন। কিন্তু নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতুটি। এর ফলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ল। বহুবার কংক্রিটের সেতু তৈরীর জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সাধারণ মানুষ। বারে বারে প্রতিশ্রুতি দিলেও কোনো কাজের কাজ হয়নি। স্থানীয়রা সকলের বক্তব্য এই সেতুটি কংক্রিটের দ্রুত করা হোক।
suvojit Ghosh