বৈদ্যবাটি থেকে বালি বাদামতলা পর্যন্ত এই খাল "বৈদ্যবাটি খাল" নামে পরিচিত তারপরে হয়েছে ডানকুনি খাল। স্থানীয় এক চাষী জানান একসময় স্বচ্ছ জলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন ক্ষেতে খালের জল দেওয়া হত। পরে কলকারখানা, ঘর বাড়ি বজ্র পদার্থ ফেলার জায়গা হয় এই খাল তার উপর ডানকুনির বিভিন্ন খাটালের গোবর আসে বর্জ্য সেই খালে। ফলত, খাল ভর্তি হয়ে গোবরের নদীতে পরিণত হয়। বহু দশক পর প্রশাসনের পক্ষ থেকে খাল পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ
কিন্তু সেখানেও রয়েছে সমস্যা, অভিযোগ দিল্লি রোডের পূর্ব দিক থেকে গঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল লাগোয়া সরকারি জমি দখল হয়েগিয়েছে সেই জবরদখল মুক্ত না হলে খালের জল গঙ্গায় নামতে পারবে না সংকারের কোটি কোটি টাকা জলে যাবে। এবিষয়ে চাপদানি বিধায়োগ অরিন্দম গুইন জানান বেশ কিছুদিন হল খালের কাজ শুরু হয়েছে বৈদ্যবাটির যে অংশে জবর দখল করে আছে সেটাও সরকারেরই জমি তাই পরবর্তীতে প্রশাসন যা ব্যবস্থা নেবে সেই মতই কাজ করা হবে।
Rahi Haldar