Hooghly News: ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ

Last Updated:

পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন করা হল হুগলির শ্রীরামপুর মহকুমা আদালতে। ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির ও দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদানের। প্রায় ৬০ জন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা এই দিনে রক্তদান করেন।

+
title=

#হুগলি : পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন করা হল হুগলির শ্রীরামপুর মহকুমা আদালতে। ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির ও দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদানের। প্রায় ৬০ জন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা এই দিনে রক্তদান করেন। একইসঙ্গে ১২০ জন দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। ১৯৭৯ সালে ৮ই ডিসেম্বর ব্যারাকপুর আদালতের সূচনা হয় ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের। আইনি পেশার সঙ্গে যুক্ত কর্মীদের একত্রিত করে সংঘটিত করাই মূল উদ্দেশ্য ছিল এই এসোসিয়েশনের। এই সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন আইন কর্মী প্রদ্যুৎ মুখার্জি।
তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে আসছে অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বছরও বাদ পড়েনি জন্মদিন পালনে। প্রতিষ্ঠা দিবসের সকালে কেক কেটে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে পশ্চিমবঙ্গের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক বলেন, এই দিনটি তাদের কাছে খুবই মাহাত্ম্যপূর্ণ একটি দিন। ৪৪ বছর আগে এই দিনেই লার্ক অ্যাসোসিয়েশনের প্রথম পথচলা শুরু হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ আশ্চর্য প্রতিভা! এক মিনিটে কুড়িটি ঐতিহাসিক নিদর্শনকে চিহ্নিতকরণ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ হরিপালের অরণ্য
এখন গোটা রাজ্যব্যাপী প্রায় ৬০ হাজার সদস্য রয়েছেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের। রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলার আদালত থেকে শুরু করে পরিবহন দফতর ভূমি সংস্কার দফতর রেজিস্ট্রি অফিস সমস্ত জায়গাতেই অ্যাসোসিয়েশনের জন্মদিন পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কোথাও রক্তদান শিবির কোথাও স্বাস্থ্য শিবির কোথাও আলোচনা সভা তাৎক্ষণিক বক্তৃতা মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে অ্যাসোসিয়েশনের জন্মদিন।
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement