আরও পড়ুন: বিকল্প চাষে ফুল! স্বল্প জমিতে অধিক লাভের দিশা দেখাচ্ছে গোঘাটের চাষি
কিভাবে এবং কখন আবেদন করতে হবে?
- এক একর জমি থাকলে আপনি আবেদন করতে পারবেন।
- কৃষি দফতরের ওয়েব সাইট ‘মাটির কথা’ সেখানেই অনলাইনে সরাসরি আবেদন করা যাবে।
- এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন- https://matirkatha.net/
advertisement
সোলার পাম্প দেওয়ার জন্য তার রাজ্যের কৃষকদের ভর্তুকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি একজন কৃষক হন এবং এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন।কৃষি দফতর ‘মাটির কথা’ প্রকল্পের মাধ্যমে সোলার পাম্প প্রদান করছে কৃষকদের। উন্নত প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক পাম্পের সাহায্যে অল্প ব্যয়ে সেচের জল পাচ্ছেন কৃষকরা।
আরও পড়ুন: হাইটেক পলি হাউস পদ্ধতিতে মাটি ছাড়াই তৈরি হচ্ছে বিভিন্ন সবজির চারা
সোলার পাম্প দিয়ে জল তোলা হচ্ছে জমি থেকে। প্রয়োজন অনুযায়ী তা চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা সোলার পাম্প বসাতে খরচ। তবে মাটির কথা প্রকল্পে কৃষকরা ২ লাখ ৪ হাজার টাকা ভর্তুকি পাচ্ছেন। ফলে সহজেই জমিতে জল সেচের জন্য এই পাম্প কিনতে পারছেন কৃষকরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে কৃষি দফতরের এডিও সুদীপ ভট্টাচার্য বলেন, প্রতিবছরই সরকার এই প্রকল্পের অধীনে কৃষকদের সাহায্য করে। এক্ষেত্রে সোলার পাম্প জনপ্রিয় হয়ে উঠছে চাষিদের মধ্যে।
Suvojit Ghosh