Hooghly News: হাইটেক পলি হাউস পদ্ধতিতে মাটি ছাড়াই তৈরি হচ্ছে বিভিন্ন সবজির চারা

Last Updated:

Hooghly News: আধুনিক চারা তৈরির উৎকর্ষ কেন্দ্র রয়েছে জেলা উদ্যানপালন দফতরের চুঁচুড়া ফার্ম এলাকায় প্রায় সাড়ে ১৬ একর জমিতে উৎকর্ষ কেন্দ্র গড়ে উঠেছে।

+
চারা

চারা গাছ তৈরি হচ্ছে মাটি ছাড়াই

হুগলি: বাঙালির হেঁসেলে ইদানিং অসময়ের আনাজের চাহিদা বাড়ছে। যা বেশির ভাগই আসে ভিন রাজ্য থেকে। অসময়ের সবজি এবং বিদেশি আনাজের কথা মাথায় রেখে আধুনিক চারা তৈরির উৎকর্ষ কেন্দ্র রয়েছে জেলা উদ্যানপালন দফতরের চুঁচুড়া ফার্ম এলাকায়। চলতি মরসুমের গোড়া থেকে চাষীদের জন্য অসময়ে আনাজের চারা তৈরি শুরু হয়েছে এখানে তা থেকে লাভবান হচ্ছে কৃষকেরা।
হুগলি জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানা যায় প্রায় সাড়ে ১৬ একর জমিতে উৎকর্ষ কেন্দ্র গড়ে উঠেছে। ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০ টি পলি হাউস রয়েছে সেখানে। তার মধ্যে রয়েছে বেশ কিছু হাইটেক পলি হাউস যার মধ্যে রয়েছে বিশেষ চাষের পদ্ধতি ও শীতাতপ নিয়ন্ত্রিত ঘর । অসময় ফুলকপি ,বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন আনাজের চারা তৈরি করা কৃষকদের পক্ষে কঠিন হয়। সে কথা মাথায় রেখেই এখন ভিন্ন প্রযুক্তিতে হচ্ছে চারা তৈরির কাজ। প্লাস্টিকের তৈরি ট্রেতে মাটি ছাড়াই নারকেলের ছোবড়ার গুড়োর সঙ্গে কেঁচো সার ও জৈব জীবাণুনাশক মিশিয়ে আনাচে চারা তৈরি করা হচ্ছে এখানে । দেশীয় এবং ইজরাইল প্রযুক্তির মেলবন্ধনে কাজ চলছে এখানে।
advertisement
সাধারণত মাটিতে চারা তৈরিতে মাসখানেক সময় লেগে যায় তারপরেও চারা তুলতে গিয়ে কোন কোন সময় শিকর ছিড়ে যায় আবার বেশিরভাগ সময় রোগ পোকার আক্রমণ বাড়ে। এই আধুনিক পদ্ধতিতে পুষ্ঠ চারা ২০-২২ দিনের মধ্যে তৈরি করা সম্ভব।
advertisement
advertisement
চারা তৈরির দায়িত্বে থাকা জেলা সহ উদ্যানপালন অধিকারীর শুভদীপ নাথ জানান , এখানে ইজরাইলের প্রযুক্তি অবলম্বন করে ও আর্থিক সহযোগিতায় হাইটেক গ্রিন হাউজ পদ্ধতিতে চারা তৈরি করা হচ্ছে । যেখানে পুরো ঘরটি শীতাতপ নিয়ন্ত্রিত ও জল স্বয়ংক্রিয় পদ্ধতিতে বুমারের মাধ্যমে দেওয়া হচ্ছে তাই চারা ২০ থেকে ২২ দিনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এবং এখানে কনিক্যাল প্লাটট্রেতে চারা তৈরি করা হচ্ছে তাই যারা রোগ পোকার প্রতিরোধে ক্ষমতা বেড়ে যাচ্ছে ফসলে কোনরকম মাটি বাহিত রোগ দেখা যাচ্ছে না।
advertisement
বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় বিনামূল্যে চাষীদের সময়ে উন্নত মানের চারা দেওয়ার ব্যবস্থা চলছে । জেলার কৃষি উৎপাদক সংস্থাগুলি সঙ্গে যোগাযোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যাতে বাইরে থেকে ফসলের আমদানি কমিয়ে রাজ্যের মধ্যেই তা উৎপাদন করা যায়।হরিপালের কৃষক জানান এর আগে বহুবার এখান থেকে চারা নিয়ে গেছি এখানকার চারা অন্তত সাত থেকে আট দিন আগে তৈরি হয়ে যায়। তাই বিক্রি তো করার জন্য দু পয়সা বেশি দাম পাই। বারো মাসে এখানে সব ধরনের চারা পাওয়া যায় তাই অসময়ে সবজি বিক্রি করে দু পয়সার মুখ দেখতে পাই।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হাইটেক পলি হাউস পদ্ধতিতে মাটি ছাড়াই তৈরি হচ্ছে বিভিন্ন সবজির চারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement