Hooghly News: বিকল্প চাষে ফুল! স্বল্প জমিতে অধিক লাভের দিশা দেখাচ্ছে গোঘাটের চাষি
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
হাতে মাত্র এক থেকে দু’বিঘা জমি। এত স্বল্প জমিতে ধান চাষ করে খুব একটা লাভ হবে না। ফুল চাষের মতো বিকল্প চাষে ঝুঁকেছেন হুগলির গোঘাটের কৃষক
গোঘাট: হাতে মাত্র এক থেকে দু’বিঘা জমি। এত স্বল্প জমিতে ধান চাষ করে খুব একটা লাভ হবে না। তার পরেই ফুল চাষের মতো বিকল্প চাষে ঝুঁকেছেন হুগলির গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের বেলডিহা এলাকার কৃষক তারকনাথ গায়েন। প্রায় ২ বিঘার জমির উপর ফুল চাষ করেছেন। বিভিন্ন ধরনের ফুল চাষ করেছেন তিনি। আর তাতেই লাভের মুখ দেখছেন তারক বাবু। বর্তমানে প্রত্যন্ত গ্রাম থেকে শহরের বিভিন্ন জায়গায় যে পরিমান ফুল বিক্রি হয় সেই ফুলের একটা বড় অংশের চাহিদা মেটাচ্ছেন। শুধু তাই নয় এখান থেকে চারা গাছও তৈরি করে বিক্রয়ও করছেন বাজারে।
বর্তমানে জেলা জুড়ে চাষবাসে কিছুটা ভাটা পড়লেও এখনও বহু মানুষ চাষ আবাদের সঙ্গে যুক্ত। হাতে গোনা হলেও নতুন প্রজন্মের হাতে জমিতে ফুটছে ফুল। বছর জুড়ে নানা ফসল ফলছে জমিতে। তার পাশাপাশি ইদানিং ফুলের চাষ শুরু করেছেন গোঘাটের তারকনাথ বাবু।। নিজের জমিতে গাঁদা, চেরি দোপাটি. অপরাজিতা চন্দ্রমল্লিকা ডালিয়ার মত বিভিন্ন ফুলে শীত পড়লে মাঠ ভরে থাকে।
advertisement
advertisement
ফুল চাষি তারকনাথ গায়েন জানায়, অন্যান্য চাষের থেকে ফুল চাষে লাভের পরিমাণ একটু বেশি।ফুলের বাজারদর উঠানামা করে। বাজারে কোনও সময় দাম খুব কম হলে আবার দাম বাড়ার সম্ভাবনা থাকে ফুলের। কিন্তু ফসলের ক্ষেত্রে একবার দাম কমলে আর সে বছর বাড়ে না। সে জন্যই কম বেশি ফুল চাষ করেছি। এবছর দেশ থেকে বিদেশের ভিন্ন ধরনের ভ্যারাইটিসের ফুল গাছ লাগিয়েছি পাশাপাশি এখান থেকেও আবার নিজের নার্সারিতে তৈরি করছি চারা গাছ। যা এখান থেকেই বহু জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ফুল চাষ করলে অন্যান্য চাষের থেকে ব্যাপক পরিমাণের লাভ দেখবে বলে তিনি মনে করছেন।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 4:24 PM IST
