সমগ্র দেশ তথা বিশ্বের ইতিহাসে একটি প্রাচীন শহর শ্রীরামপুর। এশিয়ার প্রথম কলেজ গড়ে উঠেছিল শ্রীরামপুর শহরে। এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস। শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি, সেই সময় শ্রীরামপুর বসবাস শুরু করেন গঙ্গার তীরবর্তী একটি বাড়িতে যা অলডিন হাউস নামে পরিচিত।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকা কি বাংলায় আছড়ে পড়তে পারে? ঝড়ের গতিপথ কোনদিকে? রাজ্যে ঝড়-বৃষ্টির বড় খবর!
advertisement
এই হাউসটি আগে ছিল ব্রাউন সাহেবের কুটির ছিল, পরবর্তীতে অলডিন হাউস নামে প্রচলিত হয়। শ্রীরামপুরের গঙ্গার পাড়ে জলকলের ভিতর অবস্থিত এই অলডিন হাউস। এখান থেকেই শুরু হয় শ্রীরামপুরে মিশনের কাজ। যার ফলে এটি হয়ে ওঠে শ্রীরামপুরের ছাপাখানার আঁতুঘর। প্রথম ভারতীয় ভাষায় ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদান শুরু হয় এখানেই। দেশীয় ভাষার পাশাপাশি, হিব্রু ,ল্যাটিন এর মত বহু ভাষার শিক্ষা প্রদান চলতে থাকে। এভাবেই শুরু হয় শ্রীরামপুরে কলেজের যাত্রাপথ। কালক্রমে ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর কলেজের প্রধান ক্যাম্পাস। সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা স্থানান্তরিত হয়ে যায় প্রধান ক্যাম্পাসে।
আরও পড়ুন: ২০১৪ থেকে ‘খেলা’ শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়
সময়ের সঙ্গে সঙ্গে পরিতক্ত হয়ে পড়ে অলডিন হাউস। বছরের পর বছর অব্যবহারের ফলে ভগ্নাবশেসে পরিণত হয়েছে শ্রীরামপুর কলেজের আতুরঘর। সকলের চোখের আড়ালে জলকলের ভিতর আজও পড়ে রয়েছে অলডিন হাউস। শ্রীরামপুর কলেজের তরফে এটি সংস্কারের বিষয় আরজি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে। শ্রীরামপুর কলেজের ঐতিহাসিক স্থাপত্য অলডিন হাউসকে ধরে রাখার জন্য উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সংস্কার হোক কিংবা না হোক ইতিহাসের পাতায় এই অলডিন হাউসের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।
রাহী হালদার