আরও পড়ুন: স্কুলে প্রিয় শিক্ষকের মূর্তি বসালেন ছাত্ররা, যাঁরা নিজেরাই আজ প্রবীণ
যে এলাকায় মদের দোকান আছে সেখানকার অল্পবয়সী ছেলেরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। তাঁদের দাবি, কোচবিহারের যুবসমাজকে নষ্ট করার জন্য একশ্রেণির মানুষ চক্রান্ত করে গ্রামীণ এলাকায় মদের দোকান খুলছে। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান বিক্ষোভকারী মহিলারা। কবিতা রায় নামে এক বিক্ষোভকারী বলেন, মদের কারণে ঘরে ঘরে অশান্তি হচ্ছে। ছাত্র ও যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় নতুন করে মদের দোকান খোলা হলে এলাকার পরিবেশ আরও নষ্ট হবে। তা কোনভাবেই মেনে নেওয়া চলবে না। প্রশাসনের উচিৎ অবিলম্বে মদের দোকান বন্ধ করে দেওয়া।
advertisement
বিক্ষোভকারী মহিলাদের একাংশের যুক্তি, বিহার সরকার মদ নিষিদ্ধ ঘোষণা করার পর সেখানে অপরাধের ঘটনা অনেক কমে গিয়েছে। তাই অবিলম্বে পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করার দাবি তুলেছেন তাঁরা। সরকার যদি যত্রতত্র মদের দোকানের লাইসেন্স দেওয়া বন্ধ না করে তবে আগামী দিনে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
কোচবিহার খবর (Cooch Behar News)
সার্থক পণ্ডিত