Howrah News: স্কুলে প্রিয় শিক্ষকের মূর্তি বসালেন ছাত্ররা, যাঁরা নিজেরাই আজ প্রবীণ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
১৯৫০ সালে আচার্য্য শিরীষ মুখোপাধ্যায়ের সংস্পর্শে এসেছিলেন তাঁরা। যদিও তাঁদের বেশির ভাগেরই বয়স বর্তমানে ৭৫-৮০ বছর।
হাওড়া: নিজেরা বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, কিন্তু ভোলেননি প্রিয় শিক্ষককে। সেই প্রিয় শিক্ষক আজ আর ইহজগতে নেই। কিন্তু তাঁর দিয়ে যাওয়া শিক্ষা, পরামর্শ আজও ওঁদের কাছে অমূল্য। আর তাই প্রিয় শিক্ষককে সম্মান জানাতে ফেলে আসা স্কুলেই বসালেন তাঁর মূর্তি। হাওড়ার মহিয়ারী কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনের ঘটনা।
১৯৫০ সালে আচার্য্য শিরীষ মুখোপাধ্যায়ের সংস্পর্শে এসেছিলেন তাঁরা। যদিও তাঁদের বেশির ভাগেরই বয়স বর্তমানে ৭৫-৮০ বছর। তাতে কী! প্রিয় শিক্ষককে সম্মান জানাতে বয়স কোনও বাধা নয়। আর তাই হাওড়ার মহিয়ারী কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনে বসল আচার্য্য শিরীষ মুখোপাধ্যায়ের মূর্তি। হাজির ছিলেন বহু বর্তমান ও প্রাক্তন ছাত্র।
advertisement
advertisement
আচার্য্য শিরীষ মুখোপাধ্যায় ৫০ বছরেরও বেশি সময় হাওড়ার এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন! এই স্কুলটির বর্তমান বয়স ১৮২ বছর। এটি ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলের আর্কাইভে রাখা তথ্য থেকে জানা গিয়েছে, আচার্য্য শিরীষ মুখোপাধ্যায় ১৮৭৪ সালে খড়দহে জন্মগ্রহণ করেন। তিনি মহিয়ারী কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯০১ সালে। কিছুদিনের মধ্যেই প্রধান শিক্ষক হয়ে যান। ১৯৫৩ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলান। তারপর অবসর নেন। তাঁর হাত ধরে হাওড়ার এই স্কুল থেকে বহু কৃতী ছাত্র বেরিয়েছে। ছেলেদের খুবই প্রিয় ছিলেন তিনি। তাঁর যে সকল ছাত্র আজ বার্ধক্যে এসে দাঁড়িয়ে আছেন তাঁরা আজও স্যার বলতে এক পায়ে খাড়া। তাঁকে স্মরণ করে বিদ্যালয়ের সামনের রাস্তার নামকরণ করা হয়েছে শিরীষ সরণী। এই বছর তাঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা বছরব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 6:08 PM IST