Dakshin Dinajpur News: স্বাস্থ্যকেন্দ্র না সমাজবিরোধীদের আখড়া! ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বালুরঘাট শহরের বুকে অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা পরিত্যক্ত ভবনগুলির জানলা-দরজা থেকে লোহার গ্রিল চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের আখিরাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। পাশাপাশি বাউন্ডারি ওয়াল না থাকার ফলে প্রতি রাতেই এই স্বাস্থ্যকেন্দ্র চত্বর দুষ্কৃতীদের ঠেক হয়ে ওঠে বলে স্থানীয়দের অভিযোগ। ফলের রোগীদের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও আতঙ্কে থাকেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বালুরঘাট শহরের বুকে অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা পরিত্যক্ত ভবনগুলির জানলা-দরজা থেকে লোহার গ্রিল চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। নজরদারির অভাবে পরিত্যক্ত ঘরগুলিকে নিজেদের আখড়া বানিয়ে তুলেছে সমাজবিরোধীরা। ফলে এই এলাকায় আসতে ভয় পান স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এই স্বাস্থ্যকেন্দ্র ঘিরে পরিস্থিতি এমনই গুরুতর হয়ে উঠেছে যে এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থার উন্নতির জন্য এলাকার মানুষের দাবি, দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দিক প্রশাসন। যাতে দুষ্কৃতীদের আনাগোনা বন্ধ হয়। পাশাপাশি এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধির দাবি তুলেছেন তাঁরা।
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2023 5:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: স্বাস্থ্যকেন্দ্র না সমাজবিরোধীদের আখড়া! ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা









