মিঠাইয়ের হাতের মনোহরার আসল ইতিহাস জানেন?
জনাইয়ের বিখ্যাত মিষ্টি মনোহরা
জমিদার কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে তৈরি হয় মনোহরা
১৮৭০ সালে এই মিষ্টি তৈরি করেন ন্যাড়া ময়রা
সাহেবদের খাওয়ানোর জন্য তৈরি হয় এই মিষ্টি
স্বাদে সাহেবের 'মন হরণ' করে এই মিষ্টি! তাই নাম মনোহরা
ভিতরে নরম সন্দেশ, উপরে চিনির আবরণ৷ এর ফলে মিষ্টি অনেকদিন ভাল থাকে
সম্প্রতি বাংলা জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের গল্পে যে মনোহরার কথা বলা হয়েছিল, সেটা জনাইয়ের
সেই সিরিয়ালও মনোহরা মিষ্টির মতই সুপারহিট৷ আপাতত শেষ হয়েছে সিরিয়াল
বর্তমানে মনোহরার দাম ১০ টাকা প্রতি পিস
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন