TRENDING:

Coochbehar News: ভেড়ায় ধান খাওয়ায় মহিলাকে গুলি জমি মালিকের! ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

ভেড়ায় জমির ধান খাওয়ায় তার মালকিনকে গুলি করল জমির মালিক! চাঞ্চল্যকর ঘটনাটি কোচবিহারের শীতলকুচির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: সামান্য পারিবারিক বিবাদে গুলি চলল শীতলকুচিতে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

আরও পড়ুন: ইংলিশ মিডিয়ামকে বলে বলে গোল দিচ্ছে এই বাংলা মাধ্যম স্কুল!

ক্ষেতের ধান ভেড়ায় খাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। আর তাতেই চলল গুলি। ঘটনাটি শীতলকুচির পাঠানটুলি এলাকর। গুলিবিদ্ধ মহিলার নাম রোশনা বিবি। আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের এক নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছে।

advertisement

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, ভেড়ায় ধান খাওয়া নিয়ে দুই পরিবারের বিবাদ মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয়। আর তাতেই গুলি চলে। গুলিবিদ্ধ রোশনা বিবিকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করার নির্দেশ দেন। এরপর তাঁকে সদর শহরের এক নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দা আব্দুল আলি জানান, রোশনা বিবি ভেড়া প্রতিদিনের মতো আজও ধান ক্ষেতের পাশে বেঁধে রেখেছিলেন। সেই ভেড়া পাশের জমির ধান খাচ্ছিল। তাই দেখে জমির মালিক রোশনা বিবির কাছে এসে প্রতিবাদ জানান। মুহূর্তের মধ্যে তীব্র কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দু’জন। সেই সময় জমির মালিক ব্যাগ থেকে বন্দুক বের করে রোশনা বিবিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। গুলি ওই মহিলার পায়ে গিয়ে লাগে। যদিও শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর দাবি, শিলতকুচিতে গুলি চলার ঘটনা ভেড়ার ধান খেয়ে ফেলাকে কেন্দ্র করে ঘটেনি। এতে অন্য কিছু পারিবারিক বিবাদ জড়িয়ে আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: ভেড়ায় ধান খাওয়ায় মহিলাকে গুলি জমি মালিকের! ভয়ঙ্কর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল