Hooghly News: ইংলিশ মিডিয়ামকে বলে বলে গোল দিচ্ছে এই বাংলা মাধ্যম স্কুল!

Last Updated:

ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে টেক্কা দিচ্ছে হুগলির চুঁচুড়ার সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম। এই স্কুলের পড়ুয়াদের নিয়ম-শৃঙ্খলা দেখার মত

+
title=

হুগলি: যত দিন যাচ্ছে অভিভাবকরা সন্তানদের আরও বেশি করে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করছেন। শহর ও শহরাঞ্চলের বাংলা মাধ্যম স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ক্রমশ কমছে। কলকাতার শহর সহ তার আশেপাশের এলাকার বাংলা মাধ্যম সরকারি স্কুলগুলির অবস্থা বেশ খারাপ। তবে এরই মধ্যে ব্যতিক্রম চুঁচুড়ার সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম। এই স্কুলে পা দিলে বাংলা মাধ্যম স্কুল সম্বন্ধে আপনার গতে বাঁধা ধারণা বদলে যাবে। ঝাঁ চকচকে ইংরেজি স্কুলও হার মানবে এর কাছে।
স্কুল মানেই শুধু ক্লাসরুমের পড়াশোনা নয়। ছেলেমেয়েদের নিয়ম-শৃঙ্খলার বোধ স্কুলের হাত ধরেই গড়ে ওঠে। তা ক্লাসরুম ছাড়িয়ে স্কুলের খেলার মাঠ, প্রার্থনার লাইন, ক্লাস থেকে বেরিয়ে শৌচালয়ে যাওয়া সব কিছুর মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমে গেলে সেই অনুশাসন ও শৃঙ্খলার ছাপ পরতে পরতে নজরে পড়বে। স্কুলের সিঁড়ির প্রতিটি ধাপে জীবন গঠনমূলক নানান বার্তা লেখা। প্রতিটা দেওয়ালে লেখা বিভিন্ন মনীষীর বাণী। স্কুল কম্পাউন্ড পরিষ্কার রাখার জন্য ক্লাসগুলোর মধ্যে প্রতি মাসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা ক্লাসকে দেওয়া হয় পুরস্কার। রাজ্য সরকারের নির্মল স্কুল, মিড ডে মিল থেকে শুরু করে একাধিক পুরস্কারও পেয়েছে হুগলির চুঁচুড়ার এই স্কুল।
advertisement
advertisement
এখানকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য শিক্ষাও দেওয়া হয়। স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য আছে নাচ-গান, আবৃত্তি শেখানোর ব্যবস্থা। একই সঙ্গে তাদের শারীরচর্চাজন্য রয়েছে জিম। স্কুলের মিড মিল ঘরে গিয়েও অবাক হতে হয়। যেমন পরিষ্কার থালা বাসন তেমনই মিড ডে মিল দিদিরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে রান্না করছেন। যে ছবি অন্যত্র প্রায় দেখতে পাওয়া যায় না। স্কুল প্রাঙ্গনে সবুজ বাঁচানোর বার্তা দেওয়া আছে। এই স্কুলের বাথরুম দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো আপনার বাড়ির বাথরুম এতোটা পরিচ্ছন্ন নয়!
advertisement
স্কুলের এই ব্যবস্থাপনা প্রসঙ্গে সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমের প্রধান শিক্ষক হাসমত আলি জানান, একাধিক রাজ্য স্তরের প্রতিযোগিতায় তাঁদের স্কুল জয়ী হয়ে পুরস্কৃত হয়েছে। এই বছর যামিনী রায় অ্যাওয়ার্ডের জন্যও তাঁদের স্কুল নমিনেটেড হয়েছে। এই সাফল্যই স্কুলের শিক্ষক থেকে ছাত্র-ছাত্রী সকলকে উজ্জীবিত করে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ইংলিশ মিডিয়ামকে বলে বলে গোল দিচ্ছে এই বাংলা মাধ্যম স্কুল!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement