রবিবার সন্ধেয় ভোগরামগুড়ির সরকার বাড়িতে নাম সংকীর্তনের আসর বসে। ধরণীবাড়ি গ্রামের একটি পরিবারের মহিলা সদস্যরা শিশুদের নিয়ে ওই হরিনামের আসরে যান। নাম সংকীর্তন শেষে তাঁরা টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন। কিন্তু জামালদহের কাছে রাজ্য সড়কের উপর পাল পাড়া ও পাইকেরটারির মধ্যবর্তি এলাকায় হঠাৎই একটি ট্রাক পিছন থেকে এসে সজোড়ে ওই টোটোয় ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে টোটোটি চূর্ণবিচূর্ণ হয়ে উল্টে যায়। ট্রাকটিও মূল রাস্তা থেকে নিচে নেমে পড়ে। ঘটনাস্থলেই এক মহিলা টোটো যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের জামালদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন একই পরিবারের আরও তিন মহিলা মারা যান। এই দুর্ঘটনায় গুরুতর আহত ওই পরিবারের দুই শিশুকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পরই গাড়ি রেখে পালিয়ে যায় ট্রাক চালক।
advertisement
আরও পড়ুন: শিয়ালদহ দক্ষিণ শাখার শাসন স্টেশনের ফুট ব্রিজ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাস্থল থেকে আর মাত্র এক কিলোমিটার এগোলেই বাড়ি পৌঁছে যেতেন দুর্ঘটনাগ্রস্থ পরিবারের সদস্যরা। কিন্তু রাস্তাতেই কার্যত গোটা পরিবার শেষ হয়ে গেল। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ধরণীবাড়ি গ্রামজুড়ে শুধুই হাহাকারের ধ্বনী পাওয়া যাচ্ছে। এই দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসেন মাথাভাঙা ও মেখলিগঞ্জ থানার পুলিশ।
সার্থক পণ্ডিত