TRENDING:

Rose Day: রোজ ডে-তে প্রিয় মানুষকে গোলাপ দিতে চান! আগুন দামে পকেট পুড়বে না তো? জেনে নিন

Last Updated:

ফুল বিক্রেতারা জানাচ্ছেন, বর্তমানে এক-একটি গোলাপ ফুল ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। তবে আসন্ন রোজ ডে উপলক্ষে দু-একদিনের মধ্যেই সেই দাম আরও বৃদ্ধি পাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইতিমধ্যেই কোচবিহারের ফুলের দোকানগুলিতে আসতে শুরু করেছে নানা ধরনের গোলাপ। রোজ ডে উপলক্ষে বাজারে গোলাপ ফুলের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে। বিগত দু'বছরের করোনার পরিবেশ কাটিয়ে এ বছর 'রোজ ডে' উদযাপন অনেকটাই ভাল হওয়ার আশা রয়েছে। সেই মর্মে ইতিমধ্যেই বাজারে গোলাপ ফুলের চাহিদাও বাড়তে শুরু করেছে। তবে চাহিদার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গোলাপ ফুলের দাম। সব মিলিয়ে এ বছর 'রোজ ডে'-র আগেই ফুলের দোকানগুলিতে গোলাপ ফুলের দাম বৃদ্ধি হতে শুরু করেছে। তবে দাম বাড়লেও বাজারে গোলাপ ফুলের জোগান তুলনামূলক ভাবে অনেকটাই কম রয়েছে গত বছর তুলনায়।
advertisement

ফুল বিক্রেতারা জানাচ্ছেন, বর্তমানে এক-একটি গোলাপ ফুল ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। তবে আসন্ন রোজ ডে উপলক্ষে দু-একদিনের মধ্যেই সেই দাম আরও বৃদ্ধি পাবে। এ ছাড়াও ফুলের বাজারে গোলাপ ফুলের জোগান তুলনামূলক ভাবে অনেকটাই কম হয়েছে। বিয়ের মরশুম উপলক্ষে এমনিতেই বাজারে গোলাপ ফুলের চাহিদা বেশি। তার উপরে রোজ ডে উপলক্ষে বাজারে সেই চাহিদা আরও বেড়ে উঠবে।

advertisement

আরও পড়ুন: বড় খবর! পঞ্চায়েত ভোটের আগেই নয়া শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! তোড়জোড় শুরু স্কুল শিক্ষা দফতরে

আরও পড়ুন: 'এঁরা ফিতে নিয়ে জমিতে ঘুরুন, উপাচার্য পদ মানায় না', নোবেল বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে তীব্র ভর্ৎসনা তৃণমূলের

View More

বর্তমান সময়ে বাজারে তিন থেকে চার প্রকারের গোলাপ ফুলের দেখা মিলছে। তবে আগামী দু-একদিনের মধ্যে এই ভিন্নতা আরেকটু বাড়তে পারে। তবে সব মিলিয়ে ইতিমধ্যেই ফুলের বাজারে বিভিন্ন ফুল বিক্রেতা গোলাপ ফুল মজুত করে রাখতে শুরু করেছেন। এ ছাড়াও 'রোজ ডে'-র কয়েকদিন বাদেই ভ্যালেন্টাইনস ডে। সেদিনও এই গোলাপ ফুলের চাহিদা থাকবে একেবারেই বেশি। তাই বাজারে গোলাপ ফুল যাতে কম না পড়ে। সেই মর্মে ফুল বিক্রেতাদের একাংশ এখন থেকেই গোলাপ ফুল অর্ডার দিচ্ছেন বেশি করে। সব মিলিয়ে এই বছর ভালবাসার দিন গুলিতে বাজারে গোলাপ ফুলের আগুন দাম হওয়ার সম্ভবনা প্রবল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Rose Day: রোজ ডে-তে প্রিয় মানুষকে গোলাপ দিতে চান! আগুন দামে পকেট পুড়বে না তো? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল