ফুল বিক্রেতারা জানাচ্ছেন, বর্তমানে এক-একটি গোলাপ ফুল ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। তবে আসন্ন রোজ ডে উপলক্ষে দু-একদিনের মধ্যেই সেই দাম আরও বৃদ্ধি পাবে। এ ছাড়াও ফুলের বাজারে গোলাপ ফুলের জোগান তুলনামূলক ভাবে অনেকটাই কম হয়েছে। বিয়ের মরশুম উপলক্ষে এমনিতেই বাজারে গোলাপ ফুলের চাহিদা বেশি। তার উপরে রোজ ডে উপলক্ষে বাজারে সেই চাহিদা আরও বেড়ে উঠবে।
advertisement
বর্তমান সময়ে বাজারে তিন থেকে চার প্রকারের গোলাপ ফুলের দেখা মিলছে। তবে আগামী দু-একদিনের মধ্যে এই ভিন্নতা আরেকটু বাড়তে পারে। তবে সব মিলিয়ে ইতিমধ্যেই ফুলের বাজারে বিভিন্ন ফুল বিক্রেতা গোলাপ ফুল মজুত করে রাখতে শুরু করেছেন। এ ছাড়াও 'রোজ ডে'-র কয়েকদিন বাদেই ভ্যালেন্টাইনস ডে। সেদিনও এই গোলাপ ফুলের চাহিদা থাকবে একেবারেই বেশি। তাই বাজারে গোলাপ ফুল যাতে কম না পড়ে। সেই মর্মে ফুল বিক্রেতাদের একাংশ এখন থেকেই গোলাপ ফুল অর্ডার দিচ্ছেন বেশি করে। সব মিলিয়ে এই বছর ভালবাসার দিন গুলিতে বাজারে গোলাপ ফুলের আগুন দাম হওয়ার সম্ভবনা প্রবল।
সার্থক পণ্ডিত